এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বিজেপিতে শুদ্ধিকরণ! পদ হারাচ্ছেন একের পর এক প্রভাবশালী নেতা, তুমুল জল্পনা দলের অন্দরেই

বিজেপিতে শুদ্ধিকরণ! পদ হারাচ্ছেন একের পর এক প্রভাবশালী নেতা, তুমুল জল্পনা দলের অন্দরেই


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –বেজে উঠেছে ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের দামামা। যার প্রস্তুতি চলছে শাসক থেকে বিরোধী সমস্ত দলের অন্দরে। এই আবহে দলবিরোধী কাজ ও দুর্নীতির অভিযোগে মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুরের দুই নেতাকে দল থেকে বহিস্কার করলো বিজেপি। স্থানীয় সংবাদসূত্র অনুযায়ী বিজেপি থেকে বহিস্কার করা হয়েছে বিজেপি নেতা ইউনুস শেখকে। তিনি মুর্শিদাবাদ বিজেপির সংখ্যালঘু মোর্চার প্রাক্তন সভাপতি ছিলেন। এছাড়া এদিন দল থেকে বহিস্কৃত হয়েছেন রঘুনাথগঞ্জের বিজেপি নেতা রাজু দত্ত। যিনি রঘুনাথগঞ্জের ১২নম্বর মণ্ডলের সভাপতি ছিলেন।

এই দুই নেতাকে বহিষ্কারের প্রসঙ্গে মুর্শিদাবাদ বিজেপির জেলা সভাপতি সুজিত দাস গত মঙ্গলবার সন্ধ্যায় এক সাংবাদিক বৈঠকের আয়োজন করে জানিয়েছেন যে, দলবিরোধী ক্রিয়াকলাপ, সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় দলের নেতাদের সম্পর্কে কুৎসা রটনা ও আর্থিক তছরুপ বিশেষত বিগত লোকসভা ভোটের সময়ে দলের টাকা সঠিকভাবে খরচ না করে নিজ পকেটস্থ করা সহ আরো কিছু অভিযোগের কারণে বিজেপির পাঁচ সদস্যের কোর কমিটি তদন্ত চালায়। বিজেপির কোর কমিটির তদন্তে তাঁদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সত্য বলে প্রমাণিত হলে অভিযুক্ত দুজন বিজেপি নেতাকে তিন বছরের জন্য বহিস্কার করা হয় দল থেকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দলের এই সিদ্ধান্তের কথা পত্রযোগে জানিয়েও দেওয়া হয়েছে। নিজের বহিস্কার সম্পর্কে ইউনুস সাহেব বলেছেন, “জেলাস্তরের নেতাদের বিরুদ্ধে মুখ খোলায় আমাকে অবৈধভাবে বহিষ্কার করা হয়েছে। তবে এনিয়ে কোনও চিঠি পাইনি। নিয়ম অনুযায়ী শোকজ করার কথা থাকলেও তা হয়নি।” অন্যদিকে রাজু বাবু বহিষ্কারের প্রসঙ্গে বলেছেন , ” আমি কোনও অনিয়মে জড়িত নই। ওদের দুর্নীতির বিরুদ্ধে কথা বলায় এসব করা হচ্ছে। রাজ্য নেতৃত্বকে বিষয়টি জানিয়েছি।” আগামী বিধানসভা ভোটের প্রাক্কালে বিজেপির এই দুই নেতার বহিষ্কারের ঘটনাকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিভিন্ন মহল।

আগামী বিধানসভা নির্বাচনে রাজ্য বিজেপি রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের ঝড় তুলে ভোটের প্রচার করবে এমনটাই রাজনৈতিক বিশেষজ্ঞ সহ বিভিন্ন মহলের জল্পনা। কিন্তু বিজেপির বেশ কিছু নেতার নামও দুর্নীতি, দল বিরোধী ক্রিয়াকলাপে জড়িয়ে আছে। তাই তৃণমূলের বিরুদ্ধে বিজেপি যখন দুর্নীতির অভিযোগ আনবে তখন তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে পাল্টা অভিযোগ আনতে পারে । তাই বিজেপি এই কড়া পদক্ষেপ নিয়েছে বলে বিভিন্ন মহলের জল্পনা। দলকে কালিমা মুক্ত করতে আগামীদিনে কি বিজেপি এরকম আরো পদক্ষেপ কি নিতে চলেছে সেদিকেই তাকিয়ে আছে বিভিন্ন মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!