এখন পড়ছেন
হোম > রাজ্য > বিজেপি ‘মূর্খ’ তাই বিরোধীশূন্য পঞ্চায়েতকে ৫ কোটি নিয়ে অভিযোগ: শুভেন্দু অধিকারী

বিজেপি ‘মূর্খ’ তাই বিরোধীশূন্য পঞ্চায়েতকে ৫ কোটি নিয়ে অভিযোগ: শুভেন্দু অধিকারী

এদিন হলদিয়ার ব্রজলালচক মোড়ে অনুষ্ঠিত হলো তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত নির্বাচনী সভা। আসন্ন নির্বাচনে দল মনোনীত হলদিয়া ব্লকের প্রার্থীদের সাথে জনগনের পরিচয় করানোই এদিনের সভা্র মূল উদ্দেশ্য। সভায় উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী ও তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী ,তমলুকের সাংসদ দিবেন্দু অধিকারী, হলদিয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা হলদিয়া ব্লক তৃণমূলে নির্বাচনী পর্যবেক্ষক দেবপ্রসাদ মন্ডল সহ আরো অনেকে। দল মনোনীত প্রার্থীদের মধ্যে ছিলেন এলাকার ৭০ জন পঞ্চায়েতের প্রার্থী, ১২ জন পঞ্চায়েত সমিতির প্রার্থী, ২ জন জেলা পরিষদের প্রার্থী।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দুবাবু এদিনের সভায় নিজের ভাষণে গেরুয়া শিবিরকে একহাত দিলেন। নির্বাচনের আগে বিরোধীশূন্য পঞ্চায়েতকে এলাকার উন্নয়ন বাবদ এইচডিএ খাতে পাঁচ কোটি টাকা দেওয়ার ঘোষণা প্রসঙ্গে রাজ্যের নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করায় বিজেপির দলীয় কর্মীদের তিনি ‘মূর্খ’ বলে ধীক্কার জানালেন। এছাড়াও তাঁর বক্তব্যে শুভেন্দুবাবু গত ২৬ শে মার্চ মহিষাদলে তৃণমূলের ব্লক সম্মেলনে তাঁর বলা কথার স্মরণ করিয়ে এলাকাবাসীকে জানালেন তিনি হলদিয়া উন্নয়ন পর্ষদ এলাকাভুক্ত যত গ্রাম পঞ্চায়েত আছে,তারা যদি বিরোধীশূন্য করতে পারে,তাদের উন্নয়নের জন্য পাঁচ কোটি করে টাকা দেওয়া হবে এমন কথা বলেছিলেন। কিন্তু বিজেপির লোকজন নির্বাচন কমিশনের কাছে গিয়ে তাঁর নামে এই কথা বলার জন্যে অভিযোগ করেন। যদিও নির্বাচন কমিশন এই বিষয়ে জানিয়েছেন যে ২৬ শে মার্চ ভোট ঘোষণা হয়নি। তাই ঐ সময় নির্বাচন বিধি লাগু ছিল না। গত ২৬ শে মার্চ শুভেন্দু বাবু তাঁর নিজের বলা বক্তব্যের সপক্ষে যুক্তি দিয়ে এদিন বললেন উন্নয়নের কথা তিনি একবার নয়,একশো বার বলবেন। একই সাথে তিনি একথাও বললেন হলদিয়া উন্নয়ন পর্ষদ সেই এলাকায় কাজ করবে,যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি ও তাঁর উন্নয়নকে সমর্থন করেন। কিন্তু যারা বিরোধী নীতি ও আদর্শের পরিপন্থী তাদের জন্য কাজ করবে না। মোটের ওপরে শাসকদলের এদিনের নির্বাচনী প্রচার সভা সফল ভাবেই সম্পন্ন হয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!