এখন পড়ছেন
হোম > রাজ্য > সিপিআইএম প্রার্থীর তৃণমূলের হয়ে প্রচার- জোট জল্পনা

সিপিআইএম প্রার্থীর তৃণমূলের হয়ে প্রচার- জোট জল্পনা

সিপিআইএম প্রার্থী করছেন তৃণমূলের প্রচার এমন দৃশ্যই দেখা গেলো এদিন পানাগড়ের ত্রিলোকচন্দ্র গ্রাম পঞ্চায়েতে।আর যা ঘিরে প্রথমে জল্পনা শুরু হয়েছিল যে তবে কি বিজেপিকে হারাতে জোট বেঁধেছে সিপিআইএম আর তৃণমূল পরে জানা গেলো অন্য কথা। জানা গেছে সিপিআইএম এর প্রার্থী হয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী জরিনা খাতুন-এর বিরুদ্ধে ভোটে দাঁড়িয়ে মনোনয়ন জমা দিয়েছিলেন ছবি ওঁরাও।কিন্তু এদিন নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়ে সেই তৃণমূল কংগ্রেস প্রার্থী জরিনা খাতুন-এর হয়ে প্রচারে নামতে দেখা যায়। এই নিয়ে সিপিআইএমের অভিযোগ তৃণমূল ভয় দেখিযে এই কাজ করেছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

স্থানীয় সিপিআইএম নেতা পঙ্কজ রায় বলেন, “এমন অনেক ছবি এবার দেখা যাবে। লাগাতার হুমকি, পুলিশকে সঙ্গে নিয়ে সন্ত্রাস চলবে। এনির্বাচনে কে প্রতিদ্বন্দ্বিতা করবে ? এটা অবাক হওয়ার মত ঘটনা নয়। বরং আজকের রাজাদের রাজত্বে এটাই বাস্তব ছবি।”অবশ্য অন্য কথা বলছেন ছবিদেবী। তিনি জানান,”আমাদের এলাকায় উন্নয়ন হয়েছে। তাই নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। আমাকে কেউ জোর করেনি। আমি নিজের ইচ্ছায় তৃণমূলের হয়ে প্রচারে নেমেছি।”
পাশাপাশি প্রশ্ন উঠেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যখন জিততে চলেছেন তখন কেন আবার প্রচার। তবে কি ভোট নষ্ট হবার কোনো সম্ভাবনা আছে আর তাই এই ব্যাবস্থা। তবে এই নিয়ে জরিনাদেবী জানান,” রাজ্যজুড়ে শাসকদলকে কলঙ্কিত করতে কয়েকটি মিডিয়াকে সঙ্গে নিয়ে কিছু লোক নেমে পড়েছে। তাই বিরোধীদলের প্রার্থীকে নিয়ে প্রচারে নেমেছি আমরা। যাতে মানুষ বুঝতে পারেন যে, উন্নয়নের কারণে বিরোধী শিবির ছেড়ে অনেকে শাসকদলে আসছেন।”তবে ঠিক কি কারণে ছবিদেবী তৃণমূলের প্রচারে তা নিয়ে দ্বন্দে রাজনৈতিকমহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!