এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > এবার রাজ্য সরকারের বিরুদ্ধে সংঘাতের পথে কমিশন

এবার রাজ্য সরকারের বিরুদ্ধে সংঘাতের পথে কমিশন


পঞ্চায়েত নির্বাচনের জন্য কমিশন এর দাবী করা পর্যবেক্ষক ও বাহিনী এর যোগান দিতে ব্যর্থ রাজ্য তার ফলে দুই দিকের মাঝেই ঠান্ডালড়াই তুঙ্গে। কমিশন ৩৪২ জন পর্যবেক্ষক ও ৫৬ হাজার বাহিনীর দাবীর বদলে রাজ্যের কাছ থেকে পায় যথাক্রমে ১৭১ জন wbcs officer পর্যবেক্ষক হিসাবে এবং ৪৬ হাজার বাহিনী।ফলে তৈরি হয়েছে সমস্যা। নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

যে প্রতিটি বুথে একজন করে সশস্ত্র পুলিশকর্মচারী থাকা আবশ্যক।সেই মতোই ছক্ কষে রাজ্যের কাছে দাবী জানানো হয়েছিলো।কিন্তু বাহিনী এবং পর্যবেক্ষকের অভাব নির্বাচনে অসুবিধা সৃষ্টি করতে পারে এমনটা আশঙ্কা কমিশনের।
প্রসঙ্গত উল্লেখ্য,দার্জিলিং ও কালিম্পং বাদে রাজ্যের ২০ টি জেলায় পঞ্চায়েত নির্বাচন পালিত হচ্ছে।মোট ভোটার সংখ্যা ৫ কোটি ৮ লক্ষ এবং মোট বুথ ৫৮৪৬৭ টি।এমত পরিস্থিতিতে রাজ্য ও কমিশন সমঝোতায় এসে কতোটা সুস্থভাবে এবং শান্তির সঙ্গে ভোটগ্রহন করতে পারে সেটাই ভাবনার বিষয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!