এখন পড়ছেন
হোম > রাজ্য > বিজেপির ‘মমতাকে’ অপহরণের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

বিজেপির ‘মমতাকে’ অপহরণের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে


মনোনয়নপত্র পেশের অতিরিক্ত দিনে বিচ্ছিন্ন অশান্তির ঘটনা থেকে বঞ্চিত রইলো না বর্তমানে রাজ্যের প্রশাসনিক সদর কার্যালয়ের জেলা হাওড়া। সোমবার সারাদিন এই জেলায় দফায় দফায় সন্ত্রাসের ঘটনা ঘটেছে। এই ঘটনার জন্যে সরকার পক্ষ এবং বিরোধী পক্ষ একে অন্যের বিরুদ্ধে অভিযোগ এনেছেন। এদিন বিজেপির হাওড়া গ্রামীণের সভাপতি অনুপম মল্লিক অভিযোগের সুরে দাবি করলেন , “বাগনানের কল্যাণপুর ও হাল্যান থেকে তাঁদের এক মহিলা ও এক পুরুষ প্রার্থীকে তৃণমূল কংগ্রেস কর্মীরা অপহরণ করে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

পরে কল্যাণপুরের মহিলা প্রার্থী মমতা বাগকে পাওয়া গেলেও হাল্যেনের মহানন্দ মাজির কোনও খোঁজ পাওয়া যায়নি।”  অনুপম বাবু আরোও জানালেন শাসক দলের কর্মীরা উলুবেড়িয়া-১ ব্লকে বিজেপির কোনও প্রার্থীকে মনোনয়ন জমা দিতে দেয়নি। অভিযোগ জানিয়ে বললেন প্রার্থীদের প্যান ও ভোটার কার্ড ছিঁড়ে দেওয়া হয়েছে। সেখানে তাঁদের মণ্ডল সভাপতি মনোজ দাসকে ব্যাপক মারধর করা হয়েছে। আমতায় তাঁদের এক প্রার্থীর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। একইসাথে উলুবেড়িয়ার বাসুদেবপুরে বিজেপি প্রার্থী তনুশ্রী হালদারের ব্যানার ও পোস্টার ছিঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। পাঁচলা বিডিও অফিস চত্বরে তৃণমূল ও ফরওয়ার্ড ব্লক কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। যদিও এই ঘটনা প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের হাওড়া গ্রামীণ জেলা সভাপতি পুলক রায় বললেন, ”বিরোধীরা প্রার্থী খুঁজে না পেয়ে মিথ্যে নাটক করছেন।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!