এখন পড়ছেন
হোম > রাজ্য > নারদ তদন্ত শেষ করতে দিচ্ছে না কলকাতা পুলিশ, সামনে এল বিস্ফোরক অভিযোগ

নারদ তদন্ত শেষ করতে দিচ্ছে না কলকাতা পুলিশ, সামনে এল বিস্ফোরক অভিযোগ

নারদা কাণ্ডের তদন্তে রিকন্সট্রাকশনে বাধা দেওয়া হচ্ছে এমনটাই অভিযোগ সিবিআইয়ের আর সেই অভিযোগের তীর রাজ্য পুলিশের দিকে। নারদা কাণ্ডে অভিযুক্ত বর্ধমানের প্রাক্তন পুলিশ সুপার এসএমএইচ মির্জা এবং তৎকালীন তৃণমূল সাংসদ তথা বর্তমান বিজেপি নেতা মুকুল রায়ের রিকন্সট্রাকশনের কাজ শেষ করা যাচ্ছে না বলে জানিয়েছে সিবিআই। অভিযুক্তরা যে জায়গায় বসে ম্যাথু স্যামুয়েলের থেকে ঘুষ নিয়েছিল সেই জায়গার পুনর্গঠন করে তার ভিডিও ও ছবি তুলেছে সিবিআই। কিন্তু এই দুই অভিযুক্তের ক্ষেত্রে এখনো সম্পূর্ণ করা যাচ্ছে না রিকনট্রাকশন পর্ব, এমনটাই সিবিআই সূত্রের খবর। মির্জা পুলিশ সুপার থাকাকালীন তাঁর অফিসে বসে ম্যাথুর থেকে ঘুষ নিয়েছিলেন। সরকারি অফিস হওয়ার কারণে রিকন্সট্রাকশন করার জন্য সিবিআই স্বরাষ্ট্র দফতরে অনুমতি চায়। আবার মুকুল রায় নিজাম প্যালেসে যে ঘরে বসে ম্যাথুর থেকে ঘুষ নিয়েছিলেন ভাড়াটিয়া জনিত সমস্যার কারণে সেখানেও রিকন্সট্রাকশন শেষ করা যায় নি, এমনটাই জানা গেছে সিবিআই সূত্র মারফত। এদিন তদন্তকারী এক কর্তা জানান, ”আমরা রাজ্য সরকারের কাছে অনুমতি চেয়েছি। কিন্তু এখনও অনুমতি মেলেনি। তাই রিকনস্ট্রাশনপর্ব সম্পূর্ণ হয়নি।” তিনি আরো বলেন, ” মির্জার ক্ষেত্রে রাজ্য পুলিশের থেকে অনুমতি না মিললে এক্ষেত্রে আইনি পথে যাওয়ার কথা ভাবা হচ্ছে। রাজ্য মুকুলের ক্ষেত্রেও রিকনস্ট্রাকশন করার জন্য আদালতের দ্বারস্থ হতে পারে সিবিআই।” জানা
গেছে এই দুই অভিযুক্তের রিকন্সট্রাকশন পর্ব শেষ হলেই নারদা কাণ্ডের প্রথম চার্জশীট বের করবে সিবিআই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!