এখন পড়ছেন
হোম > রাজ্য > টিএমসি মানে তৃণমূল মার্ক্সবাদী কংগ্রেস, জল্পনা বাড়িয়ে মন্তব্য বিজেপি নেতার

টিএমসি মানে তৃণমূল মার্ক্সবাদী কংগ্রেস, জল্পনা বাড়িয়ে মন্তব্য বিজেপি নেতার


‘মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস এখন পুরোপুরি বদলে গিয়েছে। এখন আর টিএমসি মানে তৃণমূল কংগ্রেস নয়। টিএমসির  মানে মার্ক্সবাদী।’ আইন অমান্যের মঞ্চ থেকে মমতার দিকে তীর ছুঁড়ে এমনটাই মন্তব্য করলেন গেরুয়া শিবিরের সম্পাদক রাহুল সিনহা। মমতা বন্দ্যোপাধ্যায় লেলিন মূর্তি ভাঙার প্রতিবাদ জানিয়ে বলেছিলেন, ‘কখনই মূর্তি ভাঙা সরকারের কাজ হতে পারে না। এসব বরদাস্ত করবেন না তিনি।’ এদিন রাহুল সিনহা মুখ্যমন্ত্রীকে নিশানা করে আক্রমণাত্মক বাক্য ব্যায় করে বলেন, ” রাজ্যে এখন বিজেপির ভয়ে কাঁপছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তাই এখন বামপন্থীদের প্রতি করুণা দেখিয়ে পাল্লা ভারী করার রাজনীতি করছেন তিনি।” এদিন তিনি অভিযোগ সহকারে বলেন, ”কমিউনিস্টরাই প্রতিহিংসাপরায়ণ হয়ে এদিন শ্যামাপ্রসাদের মূর্তি ভেঙেছে। আর এসবের পিছনে রয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি লেনিন মূর্তি ভাঙার পর যে ভাষায় কথা বলেছেন, তারই জেরে কমিউনিস্টরা প্ররোচিত হয়ে বাংলায় শ্যামাপ্রসাদের মূর্তি ভেঙেছেন।” এদিন তিনি যুক্তির দ্বারা বলেন রাশিয়ায় বিজেপি নেই তও লেলিনের মূর্তি ভাঙা হয়েছিল। সূত্রের খবর এদিন রাহুল দাবি করেন, সিপিএম সহমর্মিতা আদায়ের জন্যই এমন আঙুল তুলছে বিজেপির দিকে, মূর্তি নিয়ে রাজনীতির জন্য ব্যাহত হচ্ছে দেশের শান্তি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!