এখন পড়ছেন
হোম > জাতীয় > দলীয় বার্তা উপেক্ষা করে তবে কি এবার ‘বিদ্রোহের’ পথে অধীর চৌধুরী?

দলীয় বার্তা উপেক্ষা করে তবে কি এবার ‘বিদ্রোহের’ পথে অধীর চৌধুরী?

এদিকে বিজেপিকে পরাস্ত করতে জোট বাঁধছেন সোনিয়া মমতা ইঙ্গিত এমনটাই মিলছে। কেননা এদিকে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের রাজ্যসভা ভোটে কংগ্রেসের প্রার্থীকে সমর্থনের ঘোষণা করলেন আবার ওদিকে তৃণমূলকে জোট-বার্তা দিলেন সনিয়া গাঁধী।পাশাপাশি সোনিয়া গাঁধীর আয়োজিত নৈশভোজে উপস্থিত থাকছেন মমতা বন্দ্যোপাধ্যায়,এমনটাই আশা রাখছে কংগ্রেস। সোনিয়া গান্ধীও বলেছেন যে , ”সব দলের একসঙ্গে আসা কঠিন। কারণ, তৃণমূল স্তরে একে অন্যের প্রতিপক্ষ। পশ্চিমবঙ্গ-সহ অনেক রাজ্যে এই পরিস্থিতি। কিন্তু বৃহত্তর স্বার্থে মতপার্থক্যকে রাজ্যে রেখেই একসঙ্গে আসা দরকার।” কিন্তু এদিকে এই নিয়ে ক্ষিপ্ত প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি কমন মতেই চান না যে জোট হোক আর তিনি এনিয়ে বলেন যে, ”কংগ্রেস প্রার্থীকে কারা সমর্থন করবে, সেটা তাদের ব্যাপার। রাজ্যে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের লড়াই চলবে।”ফলে জল্পনা তুঙ্গে।যদি জোট হয় তবে কি হাইকমান্ডের বার্তাকে অগ্রাহ্য করে বিদ্রোহ ঘোষণা করবেন অধীরবাবু? নাকি সোনিয়া গান্ধী আর রাহুল গান্ধীর ইচ্ছাকে মান্যতা দিয়ে ফের তৃণমূলের হাত ধরবেন তাই নিয়েই শুরু মহা জল্পনা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!