এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > রাজ্যের চিন্তা বাড়িয়ে পঞ্চায়েত নির্বাচন নিয়ে তুমুল অসন্তোষ শুরু সরকারি কর্মীদের মধ্যে

রাজ্যের চিন্তা বাড়িয়ে পঞ্চায়েত নির্বাচন নিয়ে তুমুল অসন্তোষ শুরু সরকারি কর্মীদের মধ্যে

সামনেই পঞ্চায়েত ভোট আর তাই নিয়ে ক্ষোভ বেড়েছে সরকারি কর্মচারীদের মধ্যে। মূলত ১ লা মে প্রথম দফার পঞ্চায়েত ভোট হওয়াই তার মূল কারণ বলা হচ্ছে। ১ লা মে আন্তর্জাতিক শ্রম দিবস ঐদিন ছুটি থাকার কথা, কিন্তু ওই দিন ভোট হওয়ায় কর্মচারীদের কাজ করতে হবে, যেতে হবে ভোটের ডিউটিতে। ফলে ক্ষোভ বেড়েছে কর্মীদের মধ্যে। কর্মচারীদের বক্তব্য হলো, শ্রম দিবসের দিন কর্মচারীদের কাজ করিয়ে গোটা শ্রমজীবী সমাজকে অপমান করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।পাশাপাশি তাঁদের আরো অভিযোগ মুখ্যমন্ত্রীর ইচ্ছাতেই রাজ্য নির্বাচন কমিশন শ্রমদিবসের দিন ভোটের দিন ঘোষণা করেছে, ফলে রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলি ক্রমশ এই নিয়ে সোচ্চার হচ্ছেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

১ তারিখ ভোট না করে অন্যদিন করার দাবি জানাতে চলেছে কমিশনের কাছে বলে জানিয়েছেন রাজ্য কর্মচারী সংগঠনগুলি। এই নিয়ে বিজেপি প্রভাবিত সরকারি কর্মচারী পরিষদের আহ্বায়ক দেবাশিস শীল বলেন যে, “মানুষের জন্য কাজ করতে সরকারি কর্মীদের কোনো আপত্তি নেই। কারণ তাঁরাও সাধারণ মানুষ। কিন্তু মুখ্যমন্ত্রী যেভাবে শ্রমদিবস (১ লা মে) কে অপমান করে কর্মীদের ভোটের কাজে লাগাতে চাইছেন তাতে তো ক্ষোভ বাড়বেই। তবে আসল কথা কি জানেন আসল ক্ষোভ এটা নয়। আসল ক্ষোভ হলো বঞ্চনার, অপমানের। মুখ্যমন্ত্রী ‘কুকুরের’ সাথে তুলনা করার পাশাপাশি রাজ্য সরকারি কর্মীদের কুকুরের মতোই ব্যাবহার করতে চাইছেন। আর ডিএ না দিয়ে বা কেন্দ্রীয় হারে বেতনের সুপারিশ না করে, কর্মীদের যে কত আর্থিক সমস্যার মধ্যে ফেলেছেন তা তিনি অনুভব করতে পারছেন না”। সাথে তিনি আরো বলেন যে, “ক্ষোভের এই তো সবে শুরু”! তাঁকে যখন জিজ্ঞাসা করা হলো তবে কি আরো বড় আন্দোলন হতে চলেছে এই নিয়ে? তিনি শুধু হেসে জল্পনা বাড়িয়ে উত্তর দিলেন, “আজ এই টুকুই থাক”।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!