এখন পড়ছেন
হোম > জাতীয় > এবার বিজেপি বিরোধী প্রচারে নামছে চলেছেন দিল্লির আন্দোলনরত কৃষকরা

এবার বিজেপি বিরোধী প্রচারে নামছে চলেছেন দিল্লির আন্দোলনরত কৃষকরা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এবার বিজেপি বিরোধী প্রচারে রাজ্যে আসতে চলেছেন দিল্লির আন্দোলনরত কৃষকেরা। জানা গেছে দুদিন ধরে রাজ্যের বিভিন্ন স্থানে বিভিন্ন কর্মসূচিতে যোগদান করবেন এই বিক্ষুব্ধ কৃষকেরা। নন্দীগ্রামে, সিঙ্গুরে তাদের মহা পঞ্চায়েত হবে। দিল্লির আন্দোলনরত কৃষকরা রাজ্যে এসে বিজেপির বিরুদ্ধে প্রচার চালাবেন। শুধু পশ্চিমবঙ্গই নয়, ভোট মুখী পাঁচটি রাজ্যে গিয়ে বিজেপির বিরুদ্ধে প্রচার চালাবেন কৃষকেরা। এই বিক্ষুব্ধ কৃষকদের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ইতিমধ্যে, একাধিক বার কৃষক নেতাদের সঙ্গে যোগাযোগ করেছেন তৃণমূলের বিভিন্ন নেতারা। ফোনেও তৃণমূল নেতারা কৃষক নেতাদের সঙ্গে একাধিকবার সাক্ষাৎ করেছেন। এই পরিস্থিতিতে আগামী ১১ ই মার্চ কলকাতায় আসতে চলেছেন একাধিক কৃষক নেতারা। যারা হলেন রাকেশ টিকাইত, হান্নান মোল্লা, যোগেন্দ্র যাদব, বলবীর সিং রাজেওাল, গুরনাম সিং চাডুনি, দর্শন পাল, রাজারাম সিং, জুধবীর সিং প্রমুখরা।

জানা গেছে, সেদিন এই কৃষক নেতারা কলকাতায় এসে থাকতে চলেছেন বড়বাজারে। এর পরদিন অর্থাৎ আগামী ১২ ই মার্চ কলকাতার প্রেসক্লাবে সাংবাদিক বৈঠকে যোগদান করতে চলেছেন তাঁরা। এই বৈঠকের পর রাজ্যের কৃষকদের হাতে চিঠি দিতে চলেছেন দিল্লির এই কৃষক নেতারা। তারপর ট্রাক্টর মিছিল করে রামলীলা পার্কে যাবেন তাঁরা। সেদিন দুপুর তিনটে থেকে রামলীলা পার্কে পশ্চিমবঙ্গ কৃষক মজুর মহা পঞ্চায়েত বসবে। এরপর সেদিন সন্ধ্যায় খালসা স্কুলের মাঠে বুদ্ধিজীবীদের সঙ্গে এই নেতারা বৈঠক করতে চলেছেন। এরপর হলদিয়ার উদ্দেশ্যে যাত্রা করবেন তাঁরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পরদিন,অর্থাৎ আগামী ১৩ ই মার্চ নন্দীগ্রামে কৃষক-মজুর পঞ্চায়েতে যোগদান করতে চলেছেন কৃষক নেতারা। কৃষক নেতারা জানিয়েছেন, সেদিন কমপক্ষে ১০ হাজার কৃষক এই মহা পঞ্চায়েতে যোগদান করবেন। কলকাতাতেও পঞ্চায়েতে যোগদান করবেন কৃষকেরা। এরপর আগামী ১৩ ই মার্চ সিঙ্গুরে যেতে চলেছেন এই কৃষকেরা। সেখানেও কৃষক মজুর মহা পঞ্চায়েত বসানো হবে। সেখানেও কমপক্ষে ১০ হাজার কৃষক যোগদান করবেন বলে জানাচ্ছেন কৃষক নেতারা। এরপর আসানসোলে গিয়েও অনুরূপ মহা পঞ্চায়েত চলবে। সেখানেও চলবে এমন যোগদান।

প্রসঙ্গত, একসময় সিঙ্গুর-নন্দীগ্রাম থেকেই পরিবর্তনের ঘন্টা শোনা গিয়েছিল। এবার এই সিঙ্গুর- নন্দীগ্রামে কৃষক মজুর মহা পঞ্চায়েতে বসতে চলেছেন দিল্লির কৃষক নেতারা। বেশকিছু বিশেষজ্ঞের দাবি, এর ফলে আগামী বিধানসভা নির্বাচনে যথেষ্ট অস্বস্তি বাড়তে পারে বিজেপি শিবিরের। তবে এটাও ঠিক যে, গত প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে যে তাণ্ডব দেখিয়েছেন কৃষকরা, এরপর থেকে দিল্লির কৃষক আন্দোলনের প্রকৃত উদ্দেশ্য নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন।

আবার, এদিকে সম্প্রতি কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর জানিয়েছেন যে, কৃষকদের স্বার্থে নয়া কৃষি আইনের সংশোধনী আনতে প্রস্তুত কেন্দ্র। কিন্তু এই আইনে কী ভুল রয়েছে? তা এখনও বলতে পারেননি কৃষক নেতারা বা বিরোধী দলের নেতারা। তাঁরা বারবার কৃষি আইন বাতিলের দাবি জানিয়েছেন। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী তাঁদের এই আন্দোলনকে পুরোটাই রাজনৈতীক স্বার্থ জড়িত বলে অভিযোগ করেছেন। ইতিপূর্বে, কৃষক নেতারাও জানিয়েছিলেন, তাঁদের আন্দোলন কখনোই বিজেপির বিরুদ্ধে নয়, তা শুধুমাত্র নয়া কৃষি আইনের বিরুদ্ধে। কিন্তু এই পরিস্থিতিতে বিজেপি বিরোধী প্রচারের পরিকল্পনা কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর অভিযোগকেই সত্যতা দেবে বলে, অনেকের অভিমত।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!