এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃনমূল আমলে শিল্পের করুন দশা! স্বীকার করলেন স্বয়ং মমতা? বিদেশে মাথা হেঁট বাংলার!

তৃনমূল আমলে শিল্পের করুন দশা! স্বীকার করলেন স্বয়ং মমতা? বিদেশে মাথা হেঁট বাংলার!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- তৃনমূল আমলে শিল্পের কার্যত করুন দশা রাজ্যের। এতদিন এই অভিযোগ করেছে বিরোধীরা। তবে এবার কি সেই কথা স্বীকার করে নিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ও! বস্তুত, শিল্প আনতেই নাকি 12 দিনের জন্য বিদেশে পা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই সম্ভাবনা যথেষ্ট ক্ষীন। আর এই পরিস্থিতিতে সেই বিদেশ থেকে শিল্পে লগ্নী করার আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী যা বললেন, তাতে স্পষ্ট যে, তৃনমূল সরকারের আমলে ভুল জমিনীতিই শিল্পের বারোটা বাজিয়ে দিয়েছে। যা বিদেশের কাছে বাংলার মাথাও হেট করে দিয়েছে বলেই দাবি বিরোধীদের।

প্রসঙ্গত, 12 দিনের স্পেন সফরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কখনও পিয়ানো বাজানো, আবার কখনও হেঁটে নজড় কাড়ছেন। আর এবার শিল্পের আহ্বান জানাতে দেখা গেল তাকে। যেখানে মুখ্যমন্ত্রী বলেন, “শিল্পের জন্য বাংলায় আসুন। জমির জন্য কোনো চিন্তা নেই।” আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথা শুনে অনেকে বলছেন, একেই বলে ঠ্যালায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। জমিনীতিই যে সরকারের ভুল, যা দেখে শিল্পপতিরা বিন্দুমাত্র আশ্বস্ত নন, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী কি না জমি নিয়ে আশ্বস্ত করছেন বিদেশের শিল্পপতিদের। আসলে মুখ্যমন্ত্রী খুব ভালো করে জানেন, শুধু মুখের কথায় চিড়ে ভিজবে না। বিদেশ থেকে বাংলায় ফিরে রাজ্যের মানুষকে কত লগ্নী এলো, তার তথ্য সামনে নিয়ে আসতে হবে। তা না হলে বিরোধীদের কাছে জেরবার হতে হবে রাজ্যকে।

বিরোধীদের কটাক্ষ, মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী থাকাকালীন সিঙ্গুরে শিল্প স্থাপন করতে না দিয়ে রাজ্যের সর্বনাশ করে দিয়েছেন। আজকে তাই সাধারণ মানুষ বলছেন, এই রাজ্যের নেত্রী বটে, কিন্তু শিল্প ভাগান গুজরাটে। ফলে বাংলার মানুষের কাছে এটা স্পষ্ট যে, তৃনমূল সরকারের আমলে অন্তত শিল্পের শুভবুদ্ধির সম্ভাবনা নেই। কেননা শিল্পের কথা বলতে গেলেই মুখ্যমন্ত্রী বলেন, চপ ভাজাও নাকি একপ্রকার শিল্প! আর আজকে বিদেশের মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে গিয়ে এটা বুঝিয়ে দিলেন, রাজ্যের জমির সমস্যার জন্যই শিল্প আসছে না। তাই বাধ্য হয়েই সেই ব্যাপারে আশ্বস্ত করতে দেখা গিয়েছে তাকে।

পর্যবেক্ষকদের মতে, মুখ্যমন্ত্রীর এই বক্তব্য কার্যত হতাশ করেছে রাজ্যবাসীকে। রাজ্যে নাকি শিল্পের জোয়ার আসবে, যাওয়ার আগে কতই না কথা বলে গিয়েছেন মুখ্যমন্ত্রী! কিন্তু বিদেশে গিয়ে তিনি এসব কি করছেন? বাংলায় শিল্প গড়তে কি তাহলে আগ্রহী নয় বিদেশের শিল্পপতিরা! জমির সমস্যা হবে না বলে কি ড্যামেজ কন্ট্রোলের মরিয়া চেষ্টা করলেন বাংলার প্রশাসনিক প্রধান! অনেকে সমালোচনা করে বলছেন, এভাবেই শিল্পের হতাশ অবস্থা ফুটে উঠলো মুখ্যমন্ত্রীর গলা থেকে। তিনি তো ব্যার্থই, আর সাথে সাথে বিদেশে মাটিতে বাংলারও মাথা হেঁট করে দিলেন রাজ্যের সর্বময় কর্ত্রী। অন্তত তেমনটাই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!