এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > গুন্ডামির দিন শেষ, ঘুম উড়লো মমতার মন্ত্রীর ! দাপট দেখিয়ে চমক হেভিওয়েটের !

গুন্ডামির দিন শেষ, ঘুম উড়লো মমতার মন্ত্রীর ! দাপট দেখিয়ে চমক হেভিওয়েটের !


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজনৈতিক সংঘর্ষে মাঝেমধ্যেই উত্তপ্ত হতে দেখা গিয়েছে কোচবিহার জেলাকে। আর এই জেলায় সব থেকে বেশি যে এলাকা সন্ত্রাসের শিকার হয়েছে, তা হলো দিনহাটা। যে দিনহাটার বিধায়ক রাজ্যের বর্তমান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। বারবার তার বিরুদ্ধে সন্ত্রাসকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ উঠেছে। তবে এবার তার সব জারিজুরি শেষ হয়ে যেতে বসেছে। যে বিজেপিকে দেখে নেওয়ার কথা বলেন উদয়নবাবু, এবার তার এলাকাতে দাঁড়িয়েই তাকে দাপট দেখালেন স্থানীয় সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। আর মন্ত্রীকে পাশে পেয়ে রীতিমতো উজ্জীবিত বিজেপি কর্মীরা।

প্রসঙ্গত, এদিন দিনহাটার বুড়িরহাটে বিজেপির পক্ষ থেকে একটি জনসভা করা হয়। যেখানে উপস্থিত ছিলেন এলাকার সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। আর সেই সভা থেকেই স্থানীয় বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে নাম না করে হুঁশিয়ারি দেন নিশীথবাবু। তিনি বলেন, “কেউ একজন রয়েছেন, হাত কাটা গব্বর। অনেক দুষ্কৃতীদেরকে নিয়ে গিয়ে আমার বাড়ির সামনে অনেক বড় বড় কথা বলে আসেন। আমাকে কালো পতাকা দেখান। আজকে কোথায়! আমি এসেছি তো। কারওর ক্ষমতা থাকলে কালো পতাকা দেখান।” আর বিজেপি সাংসদদের এই বক্তব্য শুনে মুহুর্মুহু হাততালি পড়তে থাকে সভা জুড়ে। তবে বর্তমান সময়ে এই ভোকাল টনিক বিজেপি কর্মীদের কাছে যে যথেষ্ট আশ্বস্ত হওয়ার মতো কারণ, তা বলার অপেক্ষা রাখে না।

তবে এখন তৃণমূল বলতেই পারে, স্থানীয় সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী এলাকায় এই ধরনের কথা বলে উত্তেজনার সৃষ্টি করছেন। কিন্তু যে উত্তেজনাকে এতদিন সৃষ্টি করে গিয়েছেন উদয়নবাবু, তার কি হবে? ভোট পরবর্তী সন্ত্রাসের ঘটনায় তার নাম উঠে এসেছে। এত কিছুর পরেও তিনি মাঝেমধ্যেই একজন কেন্দ্রীয় মন্ত্রী বাড়ির সামনে গিয়ে তাকে দেখে নেওয়ার হুশিয়ারি দেন। নিজের দলের কর্মীদেরকে প্ররোচিত করেন বিজেপি কর্মীদের উপর হামলা করতে। এই সমস্ত অভিযোগ নতুন কিছু নয়। বারবার বিরোধীদের পক্ষ থেকে এই সব অভিযোগ উঠে এসেছে। ফলে নিজের কর্মীদের বাঁচাতে এবং সুষ্ঠভাবে রাজনীতি করতে দেওয়ার জন্য নিশীথ বাবুর এই বক্তব্যকে অন্যায় বলে দেখছে না বিরোধীরা। তারা বলছেন, রাজনীতি করতে গিয়ে কেন হিংসার আশ্রয় নেবেন নেতারা? সুষ্ঠভাবে রাজনীতি হোক। তাতে কেউ জিতবে, কেউ হারবে। কিন্তু মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার উৎসবে কেন বারবার রক্ত পড়বে নেতাদের জন্য?

বিশেষজ্ঞদের মতে, উত্তরবঙ্গের মধ্যে সবথেকে বেশি এই কোচবিহার এলাকাকেই বারবার রাজনৈতিক সন্ত্রাসের কেন্দ্র হিসেবে উঠে আসতে দেখা গিয়েছে। কখনও বোমা, কখনও গুলির যুদ্ধে অনেকেই আক্রান্ত হয়েছেন‌। কিন্তু তবুও শাসকদলের পক্ষ থেকে বারবার বিরোধীদের দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছে। পুলিশকে দিয়ে বিরোধী কর্মীদের গ্রেপ্তার করার মতো ঘটনাও ঘটেছে। তবে যার ইন্ধনে এই সমস্ত ঘটনা ঘটে, তাকেই এবার হুঁশিয়ারি দিলেন নিশীথ প্রামানিক। বুঝিয়ে দিলেন, রাজ্যের মন্ত্রী হতে পারেন উদয়নবাবু। কিন্তু তার সন্ত্রাসের হুমকি এবং বড় বড় কথা অন্তত তিনি সহ্য করবেন না। যদি অশান্তি করার চেষ্টা করে তৃণমূল, তাহলে সেই অশান্তিকে প্রতিরোধ করার জন্য তৈরি বিজেপি। দিনের শেষে তেমনটাই দাবি রাজনৈতিক বিশেষজ্ঞদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!