নির্বাচনী হিংসায় স্ত্রীকে হারিয়ে দোরে-দোরে ঘুরে রাজনীতির উর্ধে জীবনের মূল্য বোঝাচ্ছেন সাদিক রাজ্য April 19, 2018 নির্বাচনী হিংসায় স্ত্রীকে হারিয়ে দোরে-দোরে ঘুরে রাজনীতির উর্ধে জীবনের মূল্য বোঝাচ্ছেন সাদিকবাবু । গত পঞ্চায়েত নির্বাচনে মুর্শিদাবাদের বেলডাঙায় কাজীসাহা প্রাথমিক স্কুলে ভোটার লাইনে দাঁড়িয়েছিলেন নুরজাহান বিবি। তাঁর বাঁ কোলে ছিল বছর খানেকের সুলতান। পাশে ছিল পঞ্চম শ্রেণীর সাবিহা এবং একটু দূরত্বে দাঁড়িয়েছিলেন নূরজাহানের স্বামী আসাদুদ্দিন সাদিক। হঠাৎই পুলিশের উপস্থিতিতেই নুরজাহান বিবির ডান পাশে এসে পরে একটি বোমা এবং প্রাণ হারাতে হয় তাঁকে। আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে এরপরেই সাদিকবাবু ভোটেহিংসা রুখতে বদ্ধপরিকর হন। আর তাই আগামী পঞ্চায়েত ভোটে হিংসা রুখতে নিজের গাঁটের টাকা খরচে করে পোস্টের বানিয়েছেন সাদিকবাবু । পোস্টারের একদিকে ছেলেমেয়ে সহ নুরজাহান বিবির ছবি ও অন্যদিকে নুরজাহান বিবির নিস্পন্দ দেহের ছবি। পোস্টারে বলা আছে, একটি ভোটের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। পোস্টারটি নিয়ে দোরে দোরে ঘুরে বেরিয়ে হাতজোড় করে মানুষকে তিনি বলেছেন, ”ভোট আমার স্ত্রীকে কেড়ে নিয়েছে। ছেলেমেয়েদের নিয়ে কী ভাবে দিন কাটছে, ভাবতেও পারবেন না। ভোটে হিংসা না-থামলে আপনারও এই পরিণতি হতে পারে।” ওই দিনের বোমাবাজির জন্য সিপিএমকে দায়ী করা হয় বলে জানা গেছে। যদিও নূরজাহানের মামলার নিস্পত্তি হয় নি। কিন্তু বেলডাঙা এলাকার সিপিএম সদস্য গফুর শেখ, কংগ্রেস সভাপতি ইসরাইল শেখ ও তৃণমূলের জেলা পরিষদের সদস্য মনিরুল হক প্রত্যেকেই এলাকায় শান্তিপূর্ণ পরিস্থিতির কোথায় বলেছেন। এদিকে সাদিকের কথায়, ”ভোট দিন, রাজনীতি করুন। শুধু মনে রাখবেন, আপনার কিছু হলে সংসার ভেসে যাবে। আর কারও কিছু যাবে-আসবে না।” আপনার মতামত জানান -