এখন পড়ছেন
হোম > জাতীয় > মোদি ২ সরকারের সাফল্যের খতিয়ান এবার চিঠির মাধ্যমে নাগরিকদের কাছে, থাকছে বাংলার বিশেষ উল্লেখ

মোদি ২ সরকারের সাফল্যের খতিয়ান এবার চিঠির মাধ্যমে নাগরিকদের কাছে, থাকছে বাংলার বিশেষ উল্লেখ


2014 পর 2019 এর লোকসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দ্বিতীয়বার কেন্দ্রের ক্ষমতায় এসেছিল বিজেপি সরকার। প্রধানমন্ত্রীর শপথ নিয়েছিলেন নরেন্দ্র মোদি। বর্তমানে দ্বিতীয়বার নরেন্দ্র মোদির ক্ষমতায় আসার এক বছর পূর্তি হয়েছে। তবে এই বর্ষপূর্তির সময়টা খুব একটা ভালো যাচ্ছে না কেন্দ্রের বিজেপি সরকারের কাছে। কেননা একদিকে করোনা ভাইরাসের সংকট, অন্যদিকে দেশের অর্থনৈতিক পরিস্থিতি ক্রমশ ভেঙে পড়া এবং বিভিন্ন এলাকায় দুর্যোগ।

এই পরিস্থিতি সামলাতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে ভারতের শাসকবর্গকে। তবে এত বছর ধরে কেন্দ্রের ক্ষমতায় থাকা বিজেপি ঠিক কতটা মানুষের স্বার্থে কাজ করেছে, তা নিয়ে এবার প্রচার করতে মানুষের কাছে সাফল্যের খতিয়ান তুলে ধরতে শুরু করেছেন বিজেপির নেতা কর্মীরা। সূত্রের খবর, আত্মনির্ভর ভারতের লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রীর লেখা একটি চিঠি বিজেপির তরফ থেকে শনিবার দেশের 10 কোটি পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে।

যেখানে ভারতবর্ষের ক্ষমতা দখল করে বিজেপি ঠিক কি কি উন্নয়নমূলক কর্মসূচি চালু করেছে, তা সেই চিঠিতে তুলে ধরা হবে বলে খবর। আর মানুষের কাছে পৌঁছনো এই চিঠি বিজেপিকে অনেকটাই ভবিষ্যতের জন্য সুফল এনে দেবে বলে মনে করছে রাজনৈতিক মহল। কিন্তু কি কি বিষয় সেই চিঠিতে তুলে ধরা হয়েছে? জানা গেছে, রাম মন্দির, 370 রদ, তিন তালাক নিষিদ্ধ, সিএএ-এনআরসি এবং বাংলা-ওড়িশার জন্য ঘূর্ণিঝড় মোকাবিলায় প্যাকেজ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞরা বলছেন, রাম মন্দির, তিন তালাক বাতিল, এনআরসি, 370 ধারা বাতিল এই সমস্ত বিষয়ে সত্যিই অত্যন্ত বড় বিষয়। তাই সমস্ত বিষয়ের কথা তুলে ধরে বিজেপি তাদের সাফল্যের কথা মানুষের কাছে পৌঁছে দেবে, এটাই স্বাভাবিক। কিন্তু ঘূর্ণিঝড় মোকাবিলায় যেভাবে তারা বাংলাকে সাহায্য করেছে এই কথা চিঠির মাধ্যমে তুলে ধরার পেছনে অন্য রাজনৈতিক কারণ রয়েছে বলে মনে করছে একাংশ। কেননা সামনে 2021 সালে বাংলার বিধানসভা নির্বাচন।

আর বিজেপির কাছে বাংলা দখল করাই এখন মূল টার্গেট। সেদিক থেকে বাংলার মানুষের কাছে পৌঁছনো চিঠিতে যাতে বাংলাকে সাহায্য করার কথা থাকে, তার জন্যই তার উল্লেখ করা হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তবে দ্বিতীয়বার কেন্দ্রীয় সরকারে এসে এক বছর পূর্তি উপলক্ষে সাফল্যের কথা মানুষের দরজায় দরজায় চিঠি আকারে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হলেও, বিজেপির এই কর্মসূচিকে কটাক্ষ করছে বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস।

এদিন এই প্রসঙ্গে কংগ্রেস নেতা রাজীব গৌড়া বলেন, “আমরা স্বাস্থ্য এবং অর্থনীতির ক্ষেত্রে জরুরি অবস্থার মুখোমুখি‌। মোদি সরকার বিভাজনের কর্মসূচি ছেড়ে সকলের জন্য আর্থিক উন্নয়নে নজর দিলে মঙ্গল।” তবে বিরোধীরা এই ব্যাপারে যে কথাই বলুন না কেন, নিজেদের সাফল্যের একবছরের কর্মসূচি মানুষের কাছে পৌঁছে দিতে বিজেপির পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হচ্ছে, তাকে তাৎপর্যপূর্ণ হিসেবেই দেখছে রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!