এখন পড়ছেন
হোম > রাজ্য > এই সরকার ক্ষমতায় থাকলে রাজ্যে কোনও নির্বাচনই সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ হবে না : সূর্যকান্ত

এই সরকার ক্ষমতায় থাকলে রাজ্যে কোনও নির্বাচনই সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ হবে না : সূর্যকান্ত

আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজ্য জুড়ে হয়ে চলা বিচ্ছিন্ন সন্ত্রাসের ঘটনার উল্লেখ করে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস এবং পুলিশ ও প্রশাসন সম্পর্কে কঠোর সমালোচনায় মুখর হলেন সিপিএম রাজ্য সম্পাদক তথ রাজ্যের প্রধান বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। তিনি এদিন বললেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই অবাধ ও শান্তিপূর্ণ পঞ্চায়েত ভোট চান না। কারণ, অবাধ নির্বাচন হলে ওঁর পায়ের তলার আলগা মাটির ছবিটা উনি টের পেয়ে যাবেন। তাই মনোনয়ন পত্র জমার আগে থেকেই দলের চ্যালাচামুণ্ডাদের দিয়ে বিরোধীশূন্য পঞ্চায়েতের ফতোয়া দিয়েছিলেন। উনি এমন ভোট চান, যেখানে ভিন্ন মতাবলম্বীদের ভোটদানের অধিকার থাকবে না। তারই ফলস্বরূপ মনোনয়ন পত্র জমাকে কেন্দ্র করে বাংলাজুড়ে বল্গাহীন সন্ত্রাস চালাচ্ছে শাসকদল।”

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

উল্লেখ্য হাইকোর্টের নির্দেশে রাজ্য নির্বাচন কমিশন অতিরিক্ত একদিন মনোনয়নপত্র পেশের জন্যে ধার্য করে। কিন্তু ঐ অতিরিক্ত দিনেও রাজ্যবাসী হিংসা ও সন্ত্রাসের খবরের অরাপ্তি থেকে বিরত থাকেনি। এদিনের সাংবাদিক বৈঠকে সূর্যকান্ত বাবু রাজ্যের সাধারণ মানুষদের কাছে দলমত নির্বিশেষে নিজেদের গনতান্ত্রিক অধিকার আদায়ের দাবিতে পথে নামার আহ্বান করলেন। তিনি আরোও বললেন, “এই সরকার ক্ষমতায় থাকাকালীন রাজ্যে কোনও নির্বাচনই সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ হবে না, তা আরও একবার প্রমাণিত হল। এই সরকার এবং শাসকদল হাইকোর্ট, নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানকে কীভাবে প্রশাসনের মদতে বুড়ো আঙুল দেখাতে পারে, সেটা বাংলার মানুষ এদিন আরও একবার প্রত্যক্ষ করলো।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!