এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এবার আচ্ছে দিন বাংলার বুকে! কঠিন করোনা আবহেও শিক্ষার অঙ্গীকারে মাত্র ১ টাকায় কলেজে ভর্তি!

এবার আচ্ছে দিন বাংলার বুকে! কঠিন করোনা আবহেও শিক্ষার অঙ্গীকারে মাত্র ১ টাকায় কলেজে ভর্তি!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সমগ্র দেশে ও রাজ্যে করোনার কারণে বহু মানুষ হারিয়েছেন নিজের ‘জীবন যৌবন ধোন মান’। করোনার কারনে দেশে বহুকাল ধরে লকডাউন থাকায় বহু মানুষ তাদের জীবিকা হারিয়েছেন । এর ফলে দেশের স্থানে স্থানে মানুষের মধ্যে তৈরি হয়েছে অর্থাভাব। এই অর্থাভাব অনেক সময় অন্তরায় হয়ে দেখা দিচ্ছে ছাত্র-ছাত্রীদের শিক্ষালাভের পথে। কারণ সামান্য জীবনধারণের অর্থই যদি না জোটে তবে, সে ক্ষেত্রে পড়াশোনা চালানো তো স্বপ্ন।

এমনই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে একটি নজিরবিহীন মানবিক সিদ্ধান্ত নিতে দেখা গেল উত্তর ২৪ পরগনার নৈহাটির ঋষি বঙ্কিম কলেজ কতৃপক্ষকে। এক নজির সৃষ্টি করে এ বছরে ছাত্র-ছাত্রীদের জন্য মাত্র ১ টাকা মূল্যের অ্যাডমিশন ফি ধার্য করেছেন এই কলেজ কর্তৃপক্ষ। করোনার কারণে যখন মানুষের হাতে যখন পর্যাপ্ত পরিমাণ অর্থ নেই, বহু মানুষ যখন নিজেদের কাজকর্ম হারিয়েছেন, তখন ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় যাতে অর্থের কোন অভাব না ঘটে, বা অর্থের জন্য যাতে তাদের শিক্ষালাভ বিঘ্নিত না হয় তার জন্যই কলেজ কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিল বলে কলেজ কতৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ঋষি বঙ্কিম কলেজের গভর্নিং বডির সভাপতি ওমর চক্রবর্তী এই প্রসঙ্গে জানালেন,” ‘‌‘‌বিষয়টি নিয়ে দীর্ঘ আলাপ–আলোচনার পর কলেজ কর্তৃপক্ষকে মেইল মারফত ফি মকুবের অনুরোধ জানাই। সেই অনুরোধ মেনে এক টাকা করে পড়ুয়া প্রতি অ্যাডমিশন ফি ধার্য করা হয়েছে। এই সিদ্ধান্ত ছাত্র–ছাত্রীদের প্রভূত উপকার করবে। কাউকে অর্থের কারণে পড়াশোনা বন্ধ করতে হবেনা।’‌’

প্রসঙ্গত ঋষি বঙ্কিম কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে এডমিশন ফি বাবদ অর্থ এবার কলেজের তহবিলে যে অর্থ আসার কথা ছিল এবার স্বাভাবিকভাবেই তা আসার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে । কলেজে অর্থের অভাব পূরণ করবে এবার কলেজ অভাব পূরণ করবে কলেজের কলেজের রিজার্ভ ফান্ড। রিজার্ভ ফান্ড থেকেই পরিচালিত হবে এবছরের সমস্ত অর্থনৈতিক কাজকর্ম। অন্যদিকে গত বছর এই কলেজে সর্বনিম্ন ৩৩৩৫ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১১ ৩৩০ টাকা পর্যন্ত এডমিশন ফি ধার্য্য করা হয়েছিল। মূলত, কলেজ পড়ুয়াদের সাবজেক্ট নির্বাচন এর উপর ভিত্তি করেই এই ধার্য করা হয়েছিল এই অর্থ।

কিন্তু এবারে শিক্ষার্থীরা এডমিশন ফর্মের জন্য ৬০ টাকা ও এডমিশন ফির জন্য ১ টাকা দিয়েই ভর্তি হতে পারবে কলেজে। কলেজের শিক্ষার্থীরাও অত্যন্ত খুশি কলেজ কতৃপক্ষের এই সিদ্ধান্তে। রাজ্যের শিক্ষামহল বিশেষভাবে সন্মান জানিয়েছে কলেজ কর্তৃপক্ষের এই উদ্যোগকে। করোনার এই ভয়ঙ্করতার কালে কলেজের এই সিদ্ধান্ত নজির হতে পারে সারাদেশের কাছে, এমমতায় মনে কছেন অধিকাংশ শিক্ষাবিদ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!