এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এবার কি এই অভিনেত্রী বিজেপিতে যোগ দিতে চলেছেন জোর জল্পনা রাজনৈতিকমহলে

এবার কি এই অভিনেত্রী বিজেপিতে যোগ দিতে চলেছেন জোর জল্পনা রাজনৈতিকমহলে


এবারের লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপি অভূতপূর্ব ফল করেছে। আর নির্বাচনের ফলাফল প্রকাশের আগেই প্রচারপর্বে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ দাবি করেছিলেন যে, ফলাফল প্রকাশের পরের দিন থেকেই তৃণমূলের বিধায়ক, নেতারা বিজেপিতে যোগদান করতে শুরু করবেন। সেই মতো গতকাল মঙ্গলবার 50 জন তৃণমূল কাউন্সিলর, দুজন তৃণমূল বিধায়ক ও এক বাম বিধায়ক বিজেপিতে যোগদান করেন।

আর এসবেরই মাঝে এবার বিজেপিতে যোগ দেওয়া অনুপম হাজরার একটি পোস্টকে ঘিরে তৃণমূলের বিদায়ী সাংসদ তথা আসানসোলের তৃণমূল প্রার্থী মুনমুন সেনের বিজেপিতে যোগ দেওয়া নিয়ে তীব্র জল্পনার সৃষ্টি হল। বস্তুত, তৃণমূলের থাকার সময় বারে বারেই বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে এসেছিলেন অনুপম হাজরা। আর তারপরই বিজেপিতে যোগদান করেন তিনি।বিজেপিতে যোগদান করার পরই যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী করে দেওয়া হয় তাকে। কিন্তু শেষ পর্যন্ত জয়লাভ করতে পারেননি তিনি।কিন্তু এদিন এক ছবি পোস্ট করে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন অনুপম হাজরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মুনমুনের সঙ্গে আড্ডা ও ‘বিজেপির জন্য সুখবর’ এই দুটি পর পর বাক্যতেই অনুপম হাজরা মঙ্গলবার রাত থেকে কার্যত সোশ্যাল মিডিয়া সরগরম করে দিয়েছেন। আর এবার জল্পনা তৈরি হয়েছে তাহলে কি পরের ধাপে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের শিবিরে দেখা যাবে বাঁকুড়ার প্রাক্তন সাংসদ মুনমুন সেনকে। তবে এই পোস্ট-এর পরই খানিকবাদে তা অনুপমের পেজ থেকে উধাও হয়ে যায়। ফলে জল্পনা ও রহস্য দুটিরই পারদ চড়তে শুরু করেছে। আর এতেই অনেকের মনে প্রশ্ন, তাহলে কি এবার বিজেপিতে যোগদান করতে চলেছেন মুনমুন সেন? বিশেষজ্ঞদের একাংশের দাবি, বিজেপি নেতা অনুপম হাজরা এই পোস্টের পেছনে কিছুটা হলেও কারণ রয়েছে।

কেননা তৃণমূলের টিকিটে লড়া মুনমুন সেনের এবারের নির্বাচনে জয় লাভ না করতে পারার পরই বিজেপির অনুপম হাজরার তার সাথে আড্ডা দেওয়ার ছবি ফেসবুকে পোস্ট দেওয়া এবং খবর ছড়িয়ে যেতেই তা সরিয়ে নেওয়া এই সব নিয়েই শুরু তীব্র জল্পনা। বিজেপির জন্য সুখবর আসছে বলে অনুপম হাজরার মন্তব্য সেই মুনমুন দেবী এবং তার কন্যার বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা তীব্র থেকে তীব্রতর ভাবে ফুটে উঠতে শুরু করেছে।যদিও এই নিয়ে কোনো পক্ষই মুখ খোলেন নি প্রকাশ্যে। তাই ক্রমশ বাড়ছে জল্পনার পারদ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!