এখন পড়ছেন
হোম > রাজ্য > Big Breaking নিয়োগ দুর্নীতিতে বড় পদক্ষেপ, হেভিওয়েটদের গ্রেপ্তারে ডেডলাইন বিচারপতির! অতি সক্রিয় সিবিআই!

Big Breaking নিয়োগ দুর্নীতিতে বড় পদক্ষেপ, হেভিওয়েটদের গ্রেপ্তারে ডেডলাইন বিচারপতির! অতি সক্রিয় সিবিআই!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্যে নিয়োগ দুর্নীতি নিয়ে দীর্ঘদিন ধরেই তদন্ত চলছে। কিন্তু সেই তদন্তে কিছু হেভিওয়েটকে গ্রেফতার করা হলেও অনেকেই বাইরে ঘুরে বেড়াচ্ছেন বলে দাবি বিরোধীদের। সেক্ষেত্রে অনেক সময়েই তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। আর এই পরিস্থিতিতে রীতিমতো ক্ষুব্ধ হয়ে নবম-দশম নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের ভূমিকায় চরম অসন্তোষ প্রকাশ করলেন আলিপুর আদালতের বিচারক। নিজের বক্তব্যে তিনি স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিলেন, কয়েকজন জেলে রয়েছেন, কিন্তু বাকি সবাই বাইরে ঘুরে বেড়াচ্ছেন। তাই তাদের বিরুদ্ধেও পদক্ষেপ গ্রহণ করতে হবে।

সূত্রের খবর, এদিন নবম-দশম নিয়োগ সংক্রান্ত মামলায় সিবিআইয়ের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেন আলিপুর আদালতের বিচারক। তিনি বলেন, “প্রশ্ন এক, আর উত্তর আর এক, আপনাদের কোনো সদুত্তরই নেই। চার্জশিটে যাদের নাম রয়েছে, তাদের অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। কয়েকজন জেলে থাকবে, আর বাকি সবাই ঘুরে বেড়াবে!” আর নিয়োগ দুর্নীতি নিয়ে এবার বিচারকের এই নির্দেশ যে তদন্তকারী সংস্থাকেও বেকায়দায় ফেলে দিল, তা বলার অপেক্ষা রাখে না।

একাংশ বলছেন, বিচারপতি সঠিক পর্যবেক্ষণের ভিত্তিতেই এই কথা বলেছেন। কারণ দীর্ঘদিন ধরে এই তদন্ত চলছে। সঠিক চাকরি প্রার্থীরা চাকরি পাননি। তারা রাস্তায় বসে রয়েছেন আন্দোলন করছেন। কিন্তু যে তদন্তকারী সংস্থা তদন্ত করছেন, তাদের সক্রিয়তা দেখতে পাওয়া যাচ্ছে না। দুই, তিন জন গ্রেফতার হয়ে জেলে থাকলেও, অনেক রাঘব বোয়ালরা এখনও পর্যন্ত বহাল তবিয়তে ক্ষমতার স্বাদ গ্রহণ করে চলেছেন। তাই যারা ন্যায্য চাকরিপ্রার্থী, তারা যাতে সুবিচার পান, তাদের জন্যই আওয়াজ তুলেছেন বিচারপতি। স্পষ্ট ভাষায় তিনি বুঝিয়ে দিয়েছেন, আরও সক্রিয় হতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে।

বিশেষজ্ঞদের মতে, বিচারপতি সিবিআইয়ের ভূমিকায় যেমন অসন্তুষ্ট, ঠিক তেমনই তার বক্তব্যের মধ্যে দিয়ে আর একটা বিষয় স্পষ্ট হয়ে গেল। তিনি বুঝিয়ে দিতে চাইলেন যে, অনেকে এখনও পর্যন্ত বাইরে ঘুরে বেড়াচ্ছেন। তাহলে কি বিচারপতির এই নির্দেশের পর সিবিআই আরও সক্রিয় হবে? আর সেই সক্রিয়তায় দুর্নীতির ছিদ্র ফাঁস হবে? গ্রেপ্তার হবেন বড় রাঘববোয়ালরা? ইতিমধ্যেই এই সমস্ত প্রশ্নে আশা আশঙ্কার বাতাবরণ তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে। তবে বিচারপতি চাইছেন, তদন্ত সঠিক গতিতে এগিয়ে যাক। আর দীর্ঘদিন ধরে যে তদন্ত চলছে, তা শেষ হোক, দোষীরা শাস্তি পাক। তাই বিচারকের এই কড়া বার্তার পর তদন্তকারী সংস্থা দ্রুত পদক্ষেপ নিয়ে নিয়োগ দুর্নীতির বাকি চক্রীদের হাতে হাতকড়া পড়াতে পারে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!