এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > প্রতারকের সঙ্গে তৃনমূলী নেতা-মন্ত্রীদের ঘনিষ্ঠতা প্রকাশ্যে! ভুয়ো-ভ্যাকসিন কাণ্ডে ব্যাপক চাপে ঘাসফুল!

প্রতারকের সঙ্গে তৃনমূলী নেতা-মন্ত্রীদের ঘনিষ্ঠতা প্রকাশ্যে! ভুয়ো-ভ্যাকসিন কাণ্ডে ব্যাপক চাপে ঘাসফুল!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  ভুয়ো ভ্যাকসিন নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্যজুড়ে। যখন বিভিন্ন জায়গায় ভ্যাকসিনের আকাল এবং করোনা ভাইরাসের ভ্যাকসিন পেতে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন, ঠিক তখনই কসবাতে ভুয়ো টিকা কাণ্ডের জালিয়াতি নিয়ে একটি ঘটনা প্রকাশ্যে এসেছে। যেখানে অভিযুক্ত দেবাঞ্জন দেবকে নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিরোধীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তিনি শাসকদলের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। যদিও বা তৃণমূলের পক্ষ থেকে সেই অভিযোগ স্বীকার করা হয়নি।

তবে ভ্যাকসিন নিয়ে এই ধরনের প্রতারণার ঘটনা সামনে আসার পর কিছুটা হলেও চাপে পড়েছে শাসকদল। আর এই পরিস্থিতিতে বেশ কিছু ছবি প্রকাশ্যে আসায় আরও চাপ বাড়ল তৃণমূল কংগ্রেসের। যেখানে কসবার ভুয়ো টিকা কান্ডের জালিয়াতিতে মূল অভিযুক্ত দেবাঞ্জন দেবের সঙ্গে শাসক দলের একাধিক নেতা এবং মন্ত্রীর ছবি প্রকাশ্যে এসেছে। সুব্রত মুখোপাধ্যায় থেকে শুরু করে তাপস রায়, স্মিতা বক্সীর মত একাধিক শাসকদলের তাবড় তাবড় নেতা নেত্রীদেদের সঙ্গে দেখা যাচ্ছে ভুয়ো টিকা কাণ্ডে অভিযুক্ত দেবাঞ্জন দেবকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে বেশ কিছু ছবি টুইট করেছেন দেবাঞ্জন দেব। যেখানে দেখা যাচ্ছে, শাসক দলের একাধিক নেতা- মন্ত্রীদের সঙ্গে রয়েছেন তিনি‌। বস্তুত, গত 2017 সালে কলকাতা পুলিশের একটি রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন এই দেবাঞ্জন দেব। সেই ছবি তার টুইটার থেকে পোষ্ট হতে দেখা যাচ্ছে। এছাড়াও গত 2020 সালের ডিসেম্বর মাসের 3 তারিখে একটি ছবি পোস্ট করেছেন দেবাঞ্জনবাবু।

যেখানে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তাপস রায় এবং জোড়াসাঁকো তৃণমূল বিধায়ক স্মিতা বক্সির ছবি রয়েছে। পাশাপাশি আশ্চর্য করার মত রাজ্যের হেভিওয়েট মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কেও এই দেবাঞ্জন দেবের সঙ্গে দেখা গিয়েছে। যার জেরে নানা মহলে আশঙ্কা তৈরি হয়েছে, তাহলে কি শাসকদলের নিরাপদ আশ্রয়ে ছিলেন ভুয়ো টিকা কাণ্ডে অভিযুক্ত এই ব্যাক্তি?

সমালোচকরা বলতে শুরু করেছেন, এহেন শাসকদলের আশ্রয় থাকা এই ব্যক্তির বিরুদ্ধে কতটা পদক্ষেপ গ্রহণ করবে রাজ্যের পুলিশ প্রশাসন, তা অবশ্যই বড় প্রশ্নের কারণ। ইতিমধ্যেই বিরোধীরা এই বিষয়টিকে তুলে ধরে শাসক শিবিরকে আক্রমণ করতে শুরু করেছে। অর্থাৎ গোটা বিষয়টি নিয়ে যত সময় যাচ্ছে, ততই চাপ বাড়ছে ঘাসফুল শিবিরের। এমনিতেই করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে যথেষ্ট আকাল তৈরি হয়েছে। আর তার মধ্যেই ভুয়ো ভ্যাকসিনের ঘটনা প্রকাশ্যে আসায় রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে গোটা রাজ্যজুড়ে।

তবে এবার এই গোটা ঘটনায় মূল অভিযুক্ত দেবাঞ্জন দেবের সঙ্গে শাসকদলের তাবড় তাবড় নেতা-মন্ত্রীদের ছবি প্রকাশ্যে চলে আসায় তৃণমূলের চিন্তা দ্বিগুণ ভাবে বৃদ্ধি পাচ্ছে‌। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, তৃণমূলের পক্ষ থেকে এই ব্যাপারে কোনো সাফাই দেওয়া হয় কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!