এখন পড়ছেন
হোম > জাতীয় > আদমশুমারি তে আধুনিক প্রযুক্তির প্রয়োগ ! জনগণের ভোগান্তি লাঘবে বড় ঘোষণা অমিত শাহের !

আদমশুমারি তে আধুনিক প্রযুক্তির প্রয়োগ ! জনগণের ভোগান্তি লাঘবে বড় ঘোষণা অমিত শাহের !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ডিজিটাল ইন্ডিয়া করার লক্ষ্যে এগিয়ে চলেছে দেশ । এদিন অসমের আমিনগাঁওয়ে আদমশুমারি অফিস উদ্বোধনের সময়  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান পরবর্তী আদমশুমারি একটি ই-শুমারি হবে এটি ১০০% নিখুঁত হবে । তিনি  এই প্রসঙ্গে জানান যে এই পদ্ধতিতে  পরবর্তী ই-শুমারিই পাল্টে দেবে আগামী ২৫ বছরের ছবি। সূত্রের খবর সোমবার  আমিনগাঁওয়ে আদমশুমারি অফিস উদ্বোধন করেন তিনি। সেই সময়ে তিনি বলেন, ‘এই ই-সেনসাস আগামী ২৫ বছরের নীতি রূপায়নে সাহায্য করবে। আগামী ই-সেনসাসের মাধ্যমে পরবর্তী ২৫ বছরের নীতি রচিত হবে।’

সেই সাথে  আদমশুমারির তাত্‍পর্য তুলে ধরে, অমিত শাহ বলেন, এটি দেশের অতি প্রয়োজনীয় অংশ এর মাধ্যমে দেশের বিভিন্ন স্থানের বিষয়ে বিশদে তথ্য পাওয়া যাবে এবং তিনি আরো জানান যে আগামী ”২০২৪ সালের মধ্যে, দেশের সমস্ত জন্ম ও মৃত্যু আদমশুমারির সঙ্গে যুক্ত করা হবে। এটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে। জন্মের পরেই বিশদ বিবরণ আদমশুমারি রেজিস্টারে যোগ করা হবে এবং  ১৮ বছর বয়সে নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।  মৃত্যুর পরে নাম মুছে ফেলা হবে। এর ফলে নাম ও ঠিকানা পরিবর্তনও সহজ হবে। একসঙ্গে সব সংযুক্ত করা হবে ।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!