এখন পড়ছেন
হোম > রাজ্য > বিনা পয়সায় দিদির দৌলতে এখানে বিজেপি ভালই প্রচার হচ্ছে দাবি অধীরের

বিনা পয়সায় দিদির দৌলতে এখানে বিজেপি ভালই প্রচার হচ্ছে দাবি অধীরের


আগামী ডিসেম্বর মাসেই শুরু হতে চলেছে বিজেপির রথযাত্রা।রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেসের মতে তারা সেটাকে কোনো রকম গুরুত্বই দিচ্ছেন না। কিন্তু প্রশ্ন উঠছে অন্য জায়গায়,যদি শাসক দল বিজেপি রথযাত্রা কে গুরুত্ব না দেয় তবে কেন তারা পাল্টা পবিত্র যাত্রার ঘোষণা করল?

বিভিন্ন রাজনৈতিক দল বিজেপি এই নিয়ে সমালোচনায় মুখর হয়েছে। বিজেপি নেতৃত্বের বক্তব্য, যদি দিদি রথযাত্রাকে গুরুত্বই না দেন তাহলে পাল্টা কর্মসূচী নিলেন কেন? যদিও মমতার এই পবিত্র যাত্রা নিয়ে কোনও মাথাব্যাথা নেই কংগ্রেসের। তবে অধীর চৌধুরীর এই প্রসঙ্গে তৃণমূল তথা মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, “বিজেপি যদি এক বোতল মদ খায় তবে মমতা দুই বোতল মদ খেতে চায়।”

রাজ্যে বিজেপির রাজনৈতিক রথযাত্রার পরিপ্রেক্ষিতে শাসক দল তৃণমূল কংগ্রেস পাল্টা করছে পবিত্র যাত্রা। শুক্রবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভা থেকে দলীয় কর্মীদের নির্দেশ দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন,” ওদের রথযাত্রার বদলে আমরা শুরু করব পবিত্র যাত্রা। যেখান দিয়ে বিজেপির রথ যাবে তারপরের দিন সেখানেই হবে এই একতা-পবিত্রযাত্রা।”

অন্যদিকে,প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র আবার তৃণমূল-বিজেপি কারোর কর্মসূচীকেই পাত্তা দিতে নারাজ। তিনি বলেন, “এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপার। কংগ্রেস এসব যাত্রাটাত্রায় বিশ্বাস করে না। কারণ পশ্চিমবঙ্গে কোনও যাত্রারই জায়গা নেই। তাই কে কার পাল্টা কর্মসূচী করল তাতে আমাদের কিছু যায় আসে না।”

তবে বিজেপির রথ যাত্রার পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় এই পবিত্র যাত্রা কে ওটা দিয়ে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, “বিজেপির সঙ্গে পাল্লা দিতে গিয়ে বাংলায় বিজেপির প্রোমোটার হলেন দিদি মমতা। বিজেপি যদি এক বোতল মদ খেয়ে দেখাতে পারে দিদি দু বোতল মদ খেয়ে দেখাতে চায়- হাম কিসিসে কম নেহি। বিনা পয়সায় দিদির দৌলতে এখানে বিজেপি ভালই প্রচার হচ্ছে?”

উল্লেখ্য, এদিন ইনডোর স্টেডিয়ামে বিজেপি তো বটেই, সিপিএমকেও ছেড়ে কথা বললেনি মমতা। একমাত্র কংগ্রেস সম্পর্কেই এদিন কোনও মন্তব্য করেননি তিনি। একদিকে কংগ্রেস সম্বন্ধে হঠাৎই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নিরবতা অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পবিত্র রথযাত্রারকে কংগ্রেসের গুরুত্ব না দেওয়াকে নিয়ে ইতিমধ্যেই জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, প্রদেশ কংগ্রেস যখন সরাসরি তৃণমূল বিরোধিতার পথে হাঁটছে তখন মমতার পবিত্র যাত্রা নিয়ে কেন তারা এত ভেবেচিন্তে কথা বলছে।তবে প্রদেশ কংগ্রেসের অন্যান্য নেতারা নীরবতা পালন করলেও কংগ্রেসে কট্টর মমতা বিরোধী সাংসদ অধীর চৌধুরী তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মমতার পবিত্র যাত্রা নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!