এখন পড়ছেন
হোম > অন্যান্য > আজ পাঞ্জাবের সঙ্গে হার মানে প্লে-অফের স্বপ্ন শেষ? বিজয়া দশমীতে KKR মুখোমুখি মহা চ্যালেঞ্জের

আজ পাঞ্জাবের সঙ্গে হার মানে প্লে-অফের স্বপ্ন শেষ? বিজয়া দশমীতে KKR মুখোমুখি মহা চ্যালেঞ্জের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ সোমবার বিজয়া দশমীর দিনে গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে কেকেআরের। কেকেআর আজ মুখোমুখি হতে চলেছে কিংস ইলেভেন পঞ্জাবের সঙ্গে। এখন ১১ টি ম্যাচে কেকেআরের পয়েন্ট হলো ১২ অন্যদিকে, ১১ টি ম্যাচে পাঞ্জাবের পয়েন্ট ১০। এদিকে মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস, রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১৪ টি পয়েন্ট দখল করে তাদের প্লে-অফে যাওয়া কার্যত নিশ্চিত করে ফেলেছে।

তাই আজকের ম্যাচ পরাজিত হলে প্লে-অফে যাওয়া অসম্ভব হয়ে পড়বে কেকেআর কিংবা কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে। কিছুদিন আগে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুধ্যে ৮ উইকেটে পরাজিত হয়েছিল কেকেআর। ফলে তাদের প্লে-অফে যাবার সম্ভাবনা থেকে অনেকটাই দূর হয়ে গিয়েছিল। কিন্তু গত শনিবার দিল্লি ক্যাপিটালসকে ৫৯ রানে পরাজিত করে আবার প্রথম চারে যাবার স্বপ্ন দেখছে কেকেআর।

আজ আইপিএলে একটি গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে শাহরুখ খানের কেকেআরের সঙ্গে প্রীতি জ়িন্টার কিংস ইলেভেন পঞ্জাবের। অইন মর্গ্যানের নেতৃত্বাধীন কেকেআর যথেষ্ট আত্মবিশ্বাসী। দিল্লির বিরুদ্ধে ম্যাচে ২০ রানে ৮ উইকেট নিয়েছিলেন বরুণ চক্রবর্তী। আজকের ম্যাচের জন্যও তিনি ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন। প্রাক্তন অধিনায়ক দীনেশ কার্তিককে বিষয়ে তিনি জানালেন, ” পরবর্তী লক্ষ্য প্লে-অফে যাওয়া। তারপরে আইপিএল ট্রফি জিতে ভারতে ফিরতে চাই।’’

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে বরুণ চক্রবর্তী আরও জানালেন যে, দীনেশ কার্তিকের সঙ্গে এক দলে খেলতে পারাও একটা বিরাট পাওনা তাঁর কাছে। কারণ, একটা সময় তিনি দীনেশ কার্তিককে দেখেই উইকেটকিপিং শুরু করেছিলেন। আইপিএলের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে, তাঁর এই বক্তব্য বিষয়ক ভিডিও। গত শনিবারের ম্যাচে দিল্লিকে ৫৯ রানে পরাস্ত করতে পেরে কেকেআর অধিনায়কও যথেষ্ট আত্মবিশ্বাসী। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “প্রতিযোগিতার শেষ দিকে এসে এই জয় বাকি ম্যাচ জিততে প্রেরণা দেবে।” সম্প্রতি নীতীশ রানা নিজের ফর্মে ফিরে এসেছেন।

দিল্লির ম্যাচে ওপেন করতে নেমে তিনি ৫৩ বলে করেছিলেন ৮১ রান। কিন্তু শুভমন গিল, রাহুল ত্রিপাঠী সেরকম রান পাননি বলে দুশ্চিন্তায় থাকতে হচ্ছে কেকেআরকে। আবার দীনেশ কার্তিকও ঠিকমতো রান পাচ্ছেন না এবারের আইপিএলে। এবার আইপিএলে তাঁর রান সংখ্যা হল ৩০, ০, ১, ৬, ১২, ৫৮, ১, ৪, অপরাজিত ২৯, ৪, ৩। তবে, সুনীল নারাইন দলে ফিরেছেন বলে তাঁকে নিয়ে মাঝের দিকে ঝটিকা রান তুলতে পারবে কেকেআর।

অন্যদিকে, হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য দিল্লির বিরুদ্ধে গত শনিবারের ম্যাচে আন্দ্রে রাসেল খেলেন নি। আজও তিনি খেলবেন, এমন সম্ভাবনা খুবই কম। তবে তিনি সুস্থ হয়ে আজকের ম্যাচে যোগদান করলে কোন একজন বিদেশি খেলোয়াড়কে বাদ দিতে হবে কেকেআরের। এভাবে আসন্ন ম্যাচের আগে সবকিছু নিয়েই টানটান উত্তেজনা কেকেআর সমর্থকদের। আজকের ম্যাচ জিতে কেকেআর প্লে অফে যাবে? নাকি আজকের বিজয়া দশমীর দিনেই কেকেআরের সলিল সমাধি ঘটবে? সবকিছু নিয়েই টানটান উত্তেজনায় সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!