এখন পড়ছেন
হোম > অন্যান্য > আমিরশাহিতে ঠিক কেমন আছেন আপনার পছন্দের IPL তারকারা? করোনা পরিস্থিতিতে কতটা কঠিন হয়েছে জীবন?

আমিরশাহিতে ঠিক কেমন আছেন আপনার পছন্দের IPL তারকারা? করোনা পরিস্থিতিতে কতটা কঠিন হয়েছে জীবন?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আইপিএল শুরু আর কিছুদিনের অপেক্ষা। অনেক প্রতীক্ষার পর অবশেষে মানুষ একটু খেলাটা অন্তত উপভোগ করতে পারবেন। এতদিন করোনার সঙ্গে লড়তে লড়তে মানুষ যেন ঝিমিয়ে পড়েছে। খেলার উদ্যমে যেন সবাই নিজেকে কিছুটা চাঙ্গা করে নিতে চায়। তাই খেলা উপভোগ করার সেই চেষ্টায় কোনো খামতি রাখছেন না কেউই।

করোনা সতর্কতা মানতে এবার আইপিএল অনুষ্ঠিত হতে চলেছে আরব আমিরশাহীতে। সেই মতো সেখানে পৌঁছে গেছেন ভারতের আইপিএলের আটটি দলের সদস্যরা। সেখানেও অতিরিক্ত সতর্কতায় তৈরি করা হয়েছে একটি আলাদা জৈব সুরক্ষা ব্যবস্থা। যার মধ্যে দিয়ে প্রতিনিয়ত যেতে হচ্ছে প্রত্যেককে।

বাইরের কোনো মানুষের সঙ্গে দেখা করা তো দূরের কথা আমিরশাহী এয়ারপর্টে নেমে করা হয়েছে করোনা পরীক্ষা। এর পর আপাতত ছয়দিনের কোয়ারেন্টিনে আছেন তারা। সেখানেও ছয় দিনে তিনবার পরীক্ষার কথা বলা হয়েছে। কী ভাবছেন? এত সাবধানতা সে কি আর ভালো লাগে কিন্তু যেখানে রয়েছেন এই খেলোয়াড়রা সেই জায়গাগুলো সম্পর্কে জানলে মনে হবে এটুকু কষ্ট সহ্য করে নেওয়া যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবুধাবি স্বপ্নের শহর। পৃথিবীর মধ্যে উপকূলের পারস্য উপসাগরের একটি দ্বীপ, আবুধাবি আরবের রাজধানী। পেট্রোলিয়াম এবং গ্যাসের রপ্তানি ব্যবস্থায় এটি একটি বড় বাণিজ্য কেন্দ্রে পরিণত হয়েছে। আইপিএল দলের মুম্বই ইন্ডিয়ান্স উঠছে এখনকার সেন্ট রেগিসে যেটি সদিয়াত দ্বীপে অবস্থিত। রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দল যে হোটেলে উঠেছে দুবাইয়ের ওয়াল্ডারফ অস্তেরিয়ায়।

যেটির সমুদ্রমুখি সৌন্দর্য্য মন ভরিয়ে দেয়! দিল্লি ক্যাপিটালস থাকবে বুর্জ খলিফার পাশের হোটেলে। সানরাইজার্স হায়দরবাদ থাকবে পালাজো ভার্সাচে, যেটি ওয়াক এট জেবিয়ার থেকে অল্প দূরে। আর মহেন্দ্র সিং ধোনির দল উঠছেন তাজ দুবাইতে। বুর্জ খলিফার সংলগ্ন এই হোটেলটি মোহময়। এছাড়া কিংস ইলেভেন পাঞ্জাব থাকবে সোফিটেল দ্য পামে।

আরে কেকেআর এর কথা বলা হলো না, তাই না? আবু ধাবির রিৎজ কার্লটনেই থাকবে কেকেআর। কি ভাবছেন চেনা চেনা লাগছে? হ্যাঁ ঠিকই বুঝেছেন, ২০১৪ সালে এখানেই ছিলো কেকেআরের ঠিকানা। যে বার গৌতম গম্ভীরের নেতৃত্বে কেকেআর আইপিএল জয়ী হয়েছিল। আহা মনটা ধক করে উঠলো কি? সে দিক থেকে দেখলে আবু ধাবির রিৎজ কার্লটন নাইটদের ক্ষেত্রে বেশ শুভ। তাহলে কি এবারে নাইটের ভাগ্য নিয়ে আগাম আশা রাখা যায় নাকি? কি বলেন আপনারা!

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!