অমিত শাহের সভার লাইভ সম্প্রচার বন্ধ নিয়ে তীব্র চাপান-উতোর শাসক-বিরোধীর জাতীয় রাজ্য August 12, 2018 গতকাল মেয়ো রোডে দলের সভা থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ অভিযোগ করে বলছিলেন, “টিভিতে এই জনসভা সম্প্রচার করতে দেওয়া হচ্ছে না।” এই ব্যাপারে শাসকদল তৃনমূলের দিকে অভিযোগ তুললেও পাল্টা তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয় যে, “হয় অমিত শাহ নিজের অভিযোগ প্রমান করুক, নাহলে নিজের বক্তব্য থেকে সরে দাড়াক।” এমনকী বিজেপির এই সভাকে ফ্লপ শো বলেও কটাক্ষ করে তৃনমূল। সূত্রের খবর, এদিন বিজেপির এই সভা শুরুর সময়েই অমিত শাহের কাছে অভিযোগ এসে পৌছোয় যে, কেবল গ্রাহকরা অনেক চ্যানেল ঘুরিয়েও বিজেপির এই সভা দেখতে পাচ্ছেন না। তাই বক্তব্য রাখতে গিয়ে সব চ্যানেল ডাউন করা হয়েছে বলে অভিযোগ করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। পাল্টা এর বিরুদ্ধে মাঠে নেমে শাসকদল তৃনমূল কংগ্রেসও। রাজনৈতিকভাবে পাল্লা দিতে না পেরে এই টিভি সম্প্রচারকে হাতিয়ার করছেন বিজেপি সভাপতি বলে ট্যুইটও করা হয় তৃনমূলের তরফে। তবে বিজেপির অমিত শাহ যখন কেবল চ্যানেলগুলির বিরুদ্ধে তাঁর জনসভা সম্প্রচার না করার অভিযোগ তুলছেন তখন সেই অভিযোগ সম্পূর্ন রুপে উড়িয়ে দিয়েছেন মাল্টিসিস্টেম অপারেটর সংস্থা সিটি কেবলের অন্যতম কর্তা সুরেশ শেঠিয়া। আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে ——————————————————————————————- এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে। জানা গেছে, এদিন শুধু অমিত শাহই নয়, বিজেপির এক কেন্দ্রীয় মন্ত্রী এই জনসভা সম্প্রচার না করানোর অভিযোগ তুলেছেন। আর সেই দুটো অভিযোগই খন্ডন করে সুরেশ শেঠিয়া বলেন, “সম্প্রচারের সময় যান্ত্রিক ত্রুটির কারনে এক মিনিটের মত সময় নষ্ট হয়েছে। তাছাড়া পুরো সভাই সম্প্রচারিত হয়েছে।” অন্যদিকে কেবল সম্প্রচার বন্ধ হওয়ার কোনো খবর তাঁর কাছে নেই বলে জানান কোলকাতার পরিষেবা কেবল অ্যান্ড ব্রডব্যান্ড পলিষেবা লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর বিজয় আগরওয়াল। সব মিলিয়ে সভা সম্প্রচার না করানো নিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের অভিযোগ আর ঢোপে টিকল না বলেই মনে করছে রাজনৈতিক মহল। আপনার মতামত জানান -