এখন পড়ছেন
হোম > জাতীয় > লোকসভার আগেই জল্পনা বাড়িয়ে গেরুয়া শিবিরে যোগ ৫ হেভিওয়েটের, হাওয়া বদলের আশায় কর্মীরা

লোকসভার আগেই জল্পনা বাড়িয়ে গেরুয়া শিবিরে যোগ ৫ হেভিওয়েটের, হাওয়া বদলের আশায় কর্মীরা


লোকসভা নির্বাচনের আগেই যেন ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে গেরুয়া শিবির।এমনিতেই নির্বাচনের আগে বিভিন্ন দলের অভ্যন্তরে দলত্যাগ অন্য দলে যোগ দেওয়ার ঘটনা লেগেই আছে। পাশাপাশি আছি হেভিওয়েটদের বিভিন্ন রাজনৈতিক দলে যোগদান। আর 2019 এর লোকসভা নির্বাচনের আগেই কেরালার বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন চেয়ারম্যান মাধবন নায়ার। তার সাথে আরো চারজন হেভিওয়েট যোগ দিয়েছেন বিজেপিতে।আর যে কারণে রীতিমতো চিন্তার ভাঁজ পড়েছে কেরলের ক্ষমতাসীন বাম নেতাদের কপালে।পাঁচ হেভিওয়েটের পদ্ম ফুল হাতে দেওয়ার দিনেই কেরলের ভাগ্যাকাশে উঠে পড়ল ও পরিবর্তনের হাওয়া।

শনিবার অমিত শাহ এর হাত ধরে কেরলের কন্নুরের এক সভায় এই ৫ হেভিওয়েট যোগ দেন গেরুয়া শিবিরে। যাঁদের মধ্যে রয়েছেন ইসরোর চেয়ারম্যান মাধবন নায়ার, ট্রাভাঙ্কর বোর্ডের প্রাক্তন সভাপতি ও কেপিসিসি এক্সিকিউটিভ কমিটির সদস্য জি রমন নায়ার, মহিলা কমিশনের প্রাক্তন সদস্য ডঃ প্রমিলা দেবী, জেডিএস-এর ভাইস প্রেসিডেন্ট কারাকুলাম দিবাকরণ নায়ার এবং মালানকারা চার্চের থমাস জন।

ইসরোর প্রাক্তন চেয়ারম্যান থেকে শুরু করে মহিলা কমিশনের প্রাক্তন সদস্যের এই যোগদানে কেরলে অনেকটাই শক্তিশালী হল গেরুয়া শিবির। এদিন বিজেপি সভাপতি অমিত শাহ তাদের বিজেপিতে স্বাগত জানান। এই পাঁচ হেভিওয়েট এর যোগদানে শুধু লোকসভা নির্বাচনে নয় কেরলে পরিবর্তনের হাওয়া তুলতেও অনেকটাই সুবিধা হল বিজেপির।
এদিন এই৫ হেভিওয়েট জানান, মোদিজীর আদর্শে অনুপ্রাণিত হয়ে তাঁরা বিজেপির জন্য কাজ করতে উৎসুক। অমিত শাহের দেওয়া যে কোনো দায়িত্বই পালন করতে প্রস্তুত তাঁরা। তাঁদের কথায়,ভারতের উন্নতিকল্পে মোদীজি ঠিক পথেই এগোচ্ছেন আর সেটাই তাঁদের গেরুয়া শিবিরে যোগদান করার প্রধান কারণ।

কেরালা সভায় স্বাগত জানানোর পর এই৫ হেভিওয়েট বিজেপিতে কে স্বাগত জানাতে অমিত শাহ একটি কনফারেন্সে আয়োজন করেন। তিরুবন্তপুরমের একটি হোটেল তাজ বিবন্ততে আয়োজিত এই কনফারেন্সেই শাল দিয়ে অভ্যর্থনা জানানো হয় এই ৫ হেভিওয়েট কে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!