এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কমিশনের আতশকাঁচের নীচে অনুব্রত মন্ডল, নতুন নির্দেশিকায় চাপ বাড়ছে বীরভূমের বাদশার?

কমিশনের আতশকাঁচের নীচে অনুব্রত মন্ডল, নতুন নির্দেশিকায় চাপ বাড়ছে বীরভূমের বাদশার?


বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মণ্ডলকে ঘিরে বিতর্কের শেষ নেই। তিনি বরাবরই বিতর্কিত মন্তব্য করে সংবাদ শিরোনামে থাকেন। কখনো চরাম চরাম, তো কখনো বোমা মারা, নাহলে পাচঁন বাড়ি, আর দুদিন আগেই নকুলদানা বিতরণ। সব মিলিয়ে বিতর্কের উপর বিরাজমান বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মন্ডল।

আর এই নিয়েই বিরোধীদের অভিযোগের শেষ নেই। তাদের অভিযোগ অনুব্রত মন্ডল ভয় দেখিয়ে, সন্ত্রাস করে ভোট জিততে চাইছেন আর এই নিয়ে একযোগে বামফ্রন্ট, কংগ্রেস ও বিজেপি বীরভূমের জেলা সভাপতির বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা করেছেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে। সাথেই অভিযোগপত্র হাতে পেয়েছেন স্বয়ং উপ মুখ্য নির্বাচন কমিশনার সুদীপ জৈন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এর পরেই নড়েচড়ে বসেছে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক তথা নির্বাচন কমিশন। আর তাই এবার অনুব্রত বাবুর বিরুদ্ধে যে অভিযোগ তুলেছেন বিরোধীরা সেসবের তদন্ত করতে আজ বীরভূমের জেলাশাসককে নির্দেশ দিল নির্বাচন কমিশন। জেলার নির্বাচনী আধিকারিককে অভিযোগের তদন্ত করতেও নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানা গেছে।

আর এর ফলেই রাজনৈতিকমহলের ধারণা যে, কিছুটা হলেও চাপ বাড়লো অনুব্রতবাবুর। কেননা এবার তিনি কমিশন নজরে থাকবেন তাই বিতর্কিত মন্তব্য করলেই বিপাকে পড়তে পারেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!