এখন পড়ছেন
হোম > জাতীয় > যোগী-ফর্মুলা? কুখ্যাত গ্যাংস্টারকে নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়ির অ্যাক্সিডেন্ট, স্পটডেড!

যোগী-ফর্মুলা? কুখ্যাত গ্যাংস্টারকে নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়ির অ্যাক্সিডেন্ট, স্পটডেড!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দিন দিন গণমাধ্যমের সন্দেহের তালিকায় উঠে আসছে উত্তর প্রদেশের বিভিন্ন কার্যকলাপ। তা সে রাম মন্দির প্রতিষ্ঠাই হোক বা অপরাধ দমনে আদিত্যনাথ যোগীর বিভিন্ন পরিকল্পনাই হোক। খবরের শিরোনামে দেখা যাচ্ছে উত্তর প্রদেশের নাম। তবে কিছুদিন আগেই জানা গিয়েছিল উত্তরপ্রদেশের রাজনৈতিক পরিস্থিতিকে ভোটের আগে চাঙ্গা করতে, উঠে পড়ে লেগেছেন যোগী সরকার। সেইমত পুলিশ কর্মীদের কাছে সন্ত্রাস দমনের পুরোপুরি স্বাধীনতা দিয়ে দেবেন বলেও শোনা গিয়েছিল। যদিও এর প্রসঙ্গ হিসেবেই কয়েক মাস আগে পাওয়া যাচ্ছে বিকাশ দুবের এনকাউন্টারের ঘটনা।

কিছুদিন পিছিয়ে গেলে দেখা যায়, পুলিশের কাছে এনকাউন্টারে মারা যান বিকাশ দুবে। কুখ্যাত এই আসামির মৃত্যুর খবরে শোনা গিয়েছিল যে কাফেলার গাড়িতে তাঁকে নিয়ে যাওয়া হচ্ছিল, আবহাওয়া খারাপ থাকার কারণে সেই গাড়িটি দুর্ঘটনার মুখোমুখি হয় এবং উল্টে যায়। সেই সময় দুবে আহত পুলিশ কর্মীদের কাছ থেকে একটি পিস্তল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। তাঁকে পুলিশ দিয়ে ঘিরে রাখা হলেও তিনি কিন্তু আত্মসমর্পণ করতে অস্বীকৃত হন। উল্টে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় সে। এরপরই আত্মরক্ষার খাতিরে তাঁকে গুলি করে মারা হয় বলে জানা যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেইসময় এই ঘটনা নিয়ে সন্দেহ প্রকাশ করা হলেও, বিষয়টি পরে চাপা পড়ে যায়। তবে সম্প্রতি আরও একটু ঘটনা সেই জল্পনাকে উসকে দিয়েছে বলেই মনে করা হচ্ছে। জানা গেছে, সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে উত্তর প্রদেশের কুখ্যাত গ্যাংস্টার ফিরোজ আলীর। দুর্ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের বৈতুল জেলায়। জানা যায়, লখনউ পুলিশ ফিরোজ আলীকে পাকড়াও করে একটি ইনোভা গাড়িতে বসিয়ে নিয়ে যাচ্ছিল। বৈতুলে একটি নীলগাইয়ের সাথে আচমকাই ইউপি পুলিশের গাড়ির সংঘর্ষ হয়, এরপর গাড়ি উল্টে যায়। দুর্ঘটনায় পুলিশের গাড়িটির ক্ষতিগ্রস্ত হয় এবং এই দুর্ঘটনায় কুখ্যাত গ্যাংস্টার ফিরোজ আলীর মৃত্যু হয় আর ইউপি পুলিশের এক কর্মীর হাত ভেঙে যায়।

এদিন উত্তর প্রদেশ পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে, গ্যাংস্টার ফিরোজ আলীর বিরুদ্ধে লুটপাট, আর চুরির ছয়টি মামলা চলছিল। আদালত ফিরোজ আলীর গ্রেফতারীর ওয়ারেন্ট জারি করেছিল। উত্তর প্রদেশ পুলিশ তাই তাকে মুম্বাই থেকে গ্রেফতার করে লখনউ নিয়ে যাচ্ছিল। এমন সময় গোয়ালিয়র-গুনা হাওইয়েতে আচমকা একটি নীলগাই গাড়ির সামনে চলে আসে, যার ফলে লখনউ পুলিশের গাড়ির ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এই দুর্ঘটনায় ফিরোজ আলীর মৃত্যু হয় আর লখনউ পুলিশের সাবইনস্পেকটর জগদীশ প্রসাদ এবং সিপাই সঞ্জীব আহত হন। তবে আবারও এই ঘটনায় যোগী রাজ্যে এভাবেই অপরাধ দমন নতুন ট্রেন্ড হয়ে উঠছে কিনা, সেই প্রশ্নই তুলতে দেখা গেছে বিরোধীদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!