এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মুকুল-অর্জুনের “ভুল” থেকে শিক্ষা নিয়েই, প্রচারেও এবার কিছুটা রক্ষণাত্মক স্থানীয় বিজেপি নেতারা

মুকুল-অর্জুনের “ভুল” থেকে শিক্ষা নিয়েই, প্রচারেও এবার কিছুটা রক্ষণাত্মক স্থানীয় বিজেপি নেতারা


আসন্ন লোকসভা নির্বাচনে বাংলায় পদ্ম ফোটাতে বিজেপি মরিয়া হয়ে উঠলেও এখনও পর্যন্ত তাদের প্রার্থী তালিকা ঘোষণা না হওয়ায় কিভাবে প্রচার হবে, কার বিরুদ্ধে ঠিক কিভাবে আক্রমণ শানাবে গেরুয়া শিবির, তা নিয়ে রীতিমত ধন্দে পড়েছে বিজেপির নিচুতলার কর্মী সমর্থকরা।

কেননা বর্তমানে অনেক রাজনৈতিক দল থেকে বিভিন্ন হেভিওয়েট নেতা নেত্রীরা বিজেপিতে যোগদান করতে শুরু করেছেন। ফলে প্রচার পর্ব চলাকালীন সম্ভাবনাময় সেই সমস্ত বিরোধী রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের সম্পর্কে বেফাঁস মন্তব্য করে আগেভাগেই তাদের গৈরিকীকরণ আটকে দিতে চান না গেরুয়া শিবিরের অনেক নেতাই। তাই সতর্ক হয়েই বক্তব্য রাখতে চাইছেন অনেকে। তবে দলীয় নির্দেশশিকা ছাড়া কি করে তারা ঠিক কি কি বিষয়ে বক্তব্য রাখবেন!

সেই ব্যাপারে রাজ্য নেতৃত্বের কাছে জানতে চাওয়া হলেও যারা এর জবাব দেবেন তারা প্রার্থী তালিকা ঠিক করতে গত তিনদিন ধরে দিল্লীতে বসে রয়েছেন। আর যাদের কাছে শুনতে চাওয়া হচ্ছে তারা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন “এই ব্যাপারে তারা কোনো মত প্রকাশ করবেন না। যা বলার কেন্দ্রীয় নেতৃত্বই বলবে।” তবে অলিখিতভাবে বিজেপির বিভিন্ন জেলার নেতৃত্বকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে যে, বিরোধী রাজনৈতিক দল সম্পর্কে সম্ভাবনাময় যে সমস্ত নেতা-নেত্রী বিজেপিতে যোগদান করবেন তাদের সম্পর্কে এমন কোনোরূপ বিতর্কিত মন্তব্য করা যাবে না।

যার কারণে পরবর্তীতে দলকে বিপাকে পড়তে হয়। কেননা অতীতে বিজেপির সিদ্ধার্থনাথ র্সিং একসময় প্রকাশ্য সভায় দাঁড়িয়ে “ভাগ মুকুল ভাগ” স্লোগান তুললেও পরবর্তীতে সেই মুকুল রায় বিজেপিতে যোগদান করায় মুখ পুড়েছে গেরুয়া শিবিরের একাংশের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে একসময় তৃণমূলের হেভিওয়েট ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিংয়ের বিরুদ্ধে প্রবলভাবে সোচ্চার হতে দেখা গিয়েছিল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। আর পরবর্তীতে সেই অর্জুন সিং বিজেপিতে যাওয়ায় সেই অর্জুনেরই স্তুতি শোনা গিয়েছিল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গলায়। ফলে সেই দিক থেকে আসন্ন লোকসভা নির্বাচনের আগে বিরোধী রাজনৈতিক দল থেকে সম্ভাবনাময় যে সমস্ত নেতারা গেরুয়া শিবিরে যোগদান করতে পারেন তাদের বিরুদ্ধে জেলা নেতৃত্বকে মেপেই কথা বলার নির্দেশ দিচ্ছে রাজ্য নেতৃত্ব বলে খবর।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, তৃণমূলে থাকার সময় মুকুল রায় ও অর্জুন সিংহের মতো নেতাদের বিরুদ্ধে বিজেপির রাজ্য নেতারা সরব হলেও তারাই বিজেপিতে আসার সময় তাদের প্রশংসা শোনা গেছে বিজেপির রাজ্য নেতৃত্বে একাংশের গলায়। সেদিক থেকে তৃণমূল নেতা ও মুকুল রায় অর্জুন সিংয়ের ভিডিও এবং বিজেপিতে মুকুল রায় অর্জুন সিংয়ের ভিডিও তুলে ধরে সেই বিজেপিকে ছাড়ছে না শাসক দল তৃণমূল কংগ্রেস। আর তাই এবার আসন্ন লোকসভা নির্বাচনের আগে বিরোধী রাজনৈতিক দল থেকে যে সমস্ত সম্ভাবনাময় নেতা-নেত্রীরা বিজেপিতে আসতে পারেন তাদের সম্পর্কে যাতে বুঝেশুনে প্রচার পর্বে শামিল হওয়া যায় সেই জন্য কিছুটা সতর্কতা অবলম্বন করছে গেরুয়া শিবির।

কিন্তু এখনও পর্যন্ত যেখানে বিজেপি এরাজ্যে প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেনি সেখানে তারা কিভাবে এবার বাংলা দখল করবে? এদিন এই ব্যাপারে বিজেপির রাজ্য কমিটির এক সদস্য বলেন, “পশ্চিমবঙ্গে বিজেপি নতুন করে পায়ের মাটি শক্ত করতে চাইছে। আমরা আশাবাদী এই মুহূর্তে গোটা দেশে বিজেপির পক্ষে যে হাওয়া বইছে বাংলায় লোকসভা ভোটে আমরা তার ফল পাব। অনেক হেভিওয়েট নেতা নেত্রীরা বাংলায় সভা করতে আসবে। অনেক চমক রয়েছে।”

সব মিলিয়ে এবার প্রচার পর্বেও বিরোধী দল থেকে আসা সম্ভাবনাময় নেতা-নেত্রী সম্পর্কে মন্তব্য করার দিক থেকেও কিছুটা সতর্ক বিজেপি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!