এখন পড়ছেন
হোম > রাজ্য > করোনা মোকাবিলায় চিকিৎসকদের জন্য নয়া উদ্যোগ মমতার! জেনে নিন!

করোনা মোকাবিলায় চিকিৎসকদের জন্য নয়া উদ্যোগ মমতার! জেনে নিন!


করোনা ভাইরাসকে আটকাতে এখন মরণপণ লড়াই করছেন চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মীরা। লকডাউনের ফলে সকলে ঘরে বসে থেকে যখন সময় কাটাচ্ছেন, ঠিক তখনই দিনরাত এক করে করোনা আক্রান্তদের চিকিৎসা করছেন চিকিৎসকরা। যার ফলে তাদের স্যালুট জানাচ্ছেন প্রত্যেকেই। তবে চিকিৎসকরা করোনা আক্রান্তদের সেবায় ব্যস্ত থাকায় তাদের থাকা নিয়ে নানা সমস্যা দেখা দিয়েছে। অভিযোগ, অনেকেই সেই চিকিৎসকদের ফ্ল্যাট বাড়িতে থাকতে বাধা দিচ্ছেন।

যার ফলে অনেক ক্ষেত্রেই তারা হাসপাতালে রাত কাটাচ্ছেন। আর এমত পরিস্থিতিতে দিনরাত এক করে যে চিকিৎসকরা পরিশ্রম করছেন তাদের হোটেল এবং গেস্ট হাউসে রাখার নির্দেশ দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সোমবার নবান্নের সভাগৃহে রাজ্যের সমস্ত জেলার জেলাশাসক, পুলিশসুপার এবং পুলিশ কমিশনারদের সঙ্গে ভিডিও কনফারেন্স বৈঠক করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। আর সেখানেই প্রতিটি জেলা প্রশাসনের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, “ডাক্তারদের কিন্তু ভালো হোটেল ও গেষ্টহাউজে রাখার ব্যবস্থা করুন। দেখবেন, ওদের যেন কোনো অসুবিধে না হয়। ওরা যা কাজ করছে, আমার কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শুধু তাই নয়, টাকাপয়সার ব্যাপারে কোনো কার্পণ্য যাতে করা না হয়, তার জন্যেও এদিন প্রতিটি জেলার জেলাশাসক এবং স্বাস্থ্য অধিকর্তাদের নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত উল্লেখ্য, দিল্লি এবং উত্তরপ্রদেশে ইতিমধ্যেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, করোনা আক্রান্তদের চিকিৎসায় নিযুক্ত চিকিৎসকদের পাঁচতারা হোটেলে রাখা হবে। আর এবার সেই রাজ্যগুলোর পথে হেঁটেই দিশা দেখাল বাংলা বলে মত বিশেষজ্ঞদের। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসকদের ভালো রাখার জন্য এই বার্তা অত্যন্ত মানবিক বলেই মত সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!