এখন পড়ছেন
হোম > অন্যান্য > অতিমারীর জের আমজনতার কথা ভেবে বড়সড় সিদ্ধান্ত নিলেন অমিতাভ

অতিমারীর জের আমজনতার কথা ভেবে বড়সড় সিদ্ধান্ত নিলেন অমিতাভ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশে চলছে করোনার দ্বিতীয় ঢেউ। প্রতিদিন তিন লক্ষের কাছাকাছি মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন, চার হাজারেরও বেশি মানুষ প্রতিদিন করোনায় প্রাণ হারাচ্ছেন। দেশের এই ভয়াবহ বিপদের দিনে মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন বিনোদন জগতের একাধিক ব্যক্তিত্ব। যাদের মধ্যে অন্যতম হলেন অমিতাভ বচ্চন। এখনো পর্যন্ত করোনা রোগীদের চিকিৎসায় নিজের পক্ষ থেকে ১৫ কোটি টাকা ব্যয় করেছেন অমিতাভ বচ্চন। আর এবার নিজের এলাকাতে অত্যাধুনিক পরিষেবা যুক্ত করোনার চিকিৎসা কেন্দ্র নির্মাণ করলেন অমিতাভ বচ্চন।

মুম্বাইয়ের জুহুতে করোনার চিকিৎসার জন্যে একটি নতুন স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করলেন অমিতাভ বচ্চন। জানা গেছে, এখানে করোনা চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা পাওয়া যাবে। জুহুতে অবস্থিত রীতাম্ভরা বিশ্ব বিদ্যাপীঠে এই উন্নত পরিকাঠামো যুক্ত কোভিড কেয়ার সেন্টারটি গড়ে তুলেছেন অমিতাভ বচ্চন। আপাতত এখানে রয়েছে ২৫ টি বেড, রয়েছে দুটি ওয়ার্ড। তবে প্রয়োজন হলে ৩০ জনকে এখানে রেখে চিকিৎসার ব্যবস্থা করা যাবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই স্বাস্থ্যকেন্দ্রে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র ও পরিষেবার ব্যবস্থা রয়েছে। অক্সিজেনের যেমন সুবন্দোবস্ত রয়েছে। তেমনি অ্যাম্বুলেন্স পরিসেবাও রয়েছে। অক্সিজেনের যাতে সমস্যা না হয়, সেজন্য ২০ টি অক্সিজেন সিলিন্ডার আনা হয়েছে, এরপর আরও আনা হবে। সেইসঙ্গে রোগীদের বিনামূল্যে খাদ্য সামগ্রীর ব্যবস্থাও করা হয়েছে। প্রসঙ্গত, দেশে করোনা সংক্রমণ শুরু হলে জনগণের সেবায় একাধিকবার অর্থসাহায্য দিয়েছেন অমিতাভ বচ্চন। এখনো পর্যন্ত ১৫ কোটি কোটি টাকা তিনি ব্যয় করেছেন করোনা চিকিৎসার উদ্দেশ্যে। আর এবার নতুন স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করেছেন তিনি। যার ফলে উপকৃত হতে চলেছেন বহু মানুষ। তাঁর এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।

জুহুতে এই স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ সম্পর্কে অভিনেতা অমিতাভ বচ্চন জানিয়েছেন যে, করোনার তৃতীয় ঢেউয়ের কথা চিন্তা করে এই আগাম ব্যবস্থা নেওয়া হয়েছে। উন্নত পরিকাঠামো যুক্ত করোনা চিকিৎসা কেন্দ্র নির্মাণ করা হয়েছে। এখনো পর্যন্ত এখানে কুড়িটি অক্সিজেন সিলিন্ডার রাখা হয়েছে। আরো কুড়িটি অক্সিজেন সিলিন্ডার আনার ব্যাপারে পরিকল্পনা করা হচ্ছে। এই স্বাস্থ্যকেন্দ্রে অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখা হয়েছে। করোনা আক্রান্তদের বিনামূল্যে খাবার দেবার ব্যবস্থা করা হয়েছে। এর সঙ্গে সঙ্গে করোনা আক্রান্তদের মন সতেজ রাখতে তাদের জন্য বিনোদনের ব্যবস্থাও এখানে থাকবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!