এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বাদ যাচ্ছেননা রবীন্দ্রনাথও, এবার বিজেপি তৃণমূলের লড়াই শুরু হবার পথে

বাদ যাচ্ছেননা রবীন্দ্রনাথও, এবার বিজেপি তৃণমূলের লড়াই শুরু হবার পথে


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, ততই শাসক-বিরোধী তরজা বাড়তে শুরু করেছে। প্রায় প্রতি সময় তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, বিজেপি বাংলার সংস্কৃতি জানে না। তাই তারা বাইরের নেতাদের নিয়ে এসে বাংলা দখল করার চেষ্টা করছে। তবে বিজেপির পক্ষ থেকে এই ব্যাপারে অবশ্য পাল্টা যুক্তি দেওয়া হচ্ছে। তাদের দাবি, তারা সর্বভারতীয় দল। যে কোনো রাজ্যে নির্বাচন হলে তাদের নেতারা বাইরে থেকে আসবেন, এটাই স্বাভাবিক।

কিন্তু নরেন্দ্র মোদি থেকে শুরু করে অমিত শাহ এমনকি জেপি নাড্ডা রাজ্যে আসার সাথে সাথেই তাদের নানা বক্তব্য নিয়ে অতীতের মত এবারেও প্রশ্ন তুলতে দেখা গেল তৃণমূল কংগ্রেসকে। যেখানে আরও একবার বাংলার সংস্কৃতি না জানার জন্য বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করাল ঘাসফুল শিবির। আর যাকে কেন্দ্র করে রীতিমত উত্তাল বঙ্গ রাজনীতি। সূত্রের খবর, তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা রবীন্দ্রনাথের জন্মস্থান নিয়ে বিতর্ক নিয়ে ভুল বার্তা দিয়েছেন।

প্রসঙ্গত উল্লেখ্য, এদিন ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের খাসতালুকে পা রাখেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। যেখানে দলের প্রচার সহ একাধিক কর্মসূচি গ্রহণ করতে দেখা যায় তাকে। পাশাপাশি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে দেখা যায় তাকে। আর সেখানেই ভাষণের একটা অংশের বিশ্বভারতী এবং রবীন্দ্রনাথ ঠাকুরের প্রসঙ্গ তোলেন তিনি। শাসক দলের অভিযোগ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তার বক্তব্যে বলেছেন, বিশ্বভারতী হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান। যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে রাজ্যজুড়ে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ঘটনাকে হাতিয়ার করে বিজেপিকে বাংলা বিদ্বেষী দল হিসেবে আরও বেশি করে প্রচার করার চেষ্টা করা হচ্ছে। এদিন এই প্রসঙ্গে তৃণমূলের পক্ষ থেকে একটি টুইট করা হয়। যেখানে লেখা হয়, “কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালে জোড়াসাঁকোতে জন্মগ্রহণ করেছিলেন এবং তার 60 বছর পর 1921 সালে তিনি বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। বহিরাগতদের বাংলায় আসার আগে বাংলার সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য জেনে আসা উচিত।”

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, তৃণমূল কংগ্রেস এই ইস্যুকে সামনে রেখে এখন বিজেপিকে আরও চাপে ফেলার চেষ্টা করবে। কেননা বারবার শাসকদলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বিজেপি বাংলার সংস্কৃতি জানে না‌। কিন্তু বাংলায় এসে নিজেদের বাংলা দরদী দল হিসেবে প্রমাণ করার চেষ্টা করেছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে বারবার তাদের নানা বক্তব্যকে নিয়ে তৈরি হয়েছিল বিভ্রান্তি।

কিছুদিন আগেই অমিত শাহ এসে বিরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান করা নিয়ে বিতর্ক তৈরি হয়। যেখানে অনেকে দাবি করেন, অমিত শাহ যে মূর্তিতে মালা দিয়েছেন, তা বিরসা মুন্ডার মূর্তি নয়। আর এবার বিশ্বভারতীকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান বলে মন্তব্য করার সাথে সাথেই বিজেপি সভাপতি জেপি নাড্ডার বক্তব্যকে হাতিয়ার করে ময়দানে নামল তৃণমূল কংগ্রেস। যেখানে তৃণমূলের পক্ষ থেকে পাল্টা তথ্য দিয়ে বিজেপিকে বাংলাবিদ্বেষী দল হিসেবে প্রমাণ করতে মরিয়া হয়ে উঠল ঘাসফুল শিবির বলে মত বিশেষজ্ঞদের। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!