এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বাইরের রাজ্যে গিয়েও অশান্তির ছক তৃনমূলের? অভিষেকের কথায় ভয়াবহ ইঙ্গিত!

বাইরের রাজ্যে গিয়েও অশান্তির ছক তৃনমূলের? অভিষেকের কথায় ভয়াবহ ইঙ্গিত!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- একশো দিনের কাজে বঞ্চনার অভিযোগে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছে তৃণমূল কংগ্রেস। নেতৃত্ব দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শেষ পর্যন্ত ট্রেন বাতিল হয়ে যাওয়ার কারণে বাস করে রওনা দিয়েছেন তৃণমূলের কর্মী সমর্থকরা। আর আশ্চর্যজনক ভাবে তার আগেই হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছে তৃণমূলের যুবরাজকে। তিনি বলেছেন, যদি বাইরের রাজ্যে কোনো একজন কর্মীর গায়ে হাত পড়ে, তাহলে ইটের জবাব নাকি পাথর দিয়ে দেওয়া হবে। আর একজন রাজনৈতিক নেতার মুখ থেকে এই ধরনের ভাষা শুনে রীতিমত হতবাক বিরোধীরা। অনেকে বলছেন, বাংলায় যেভাবে তৃণমূলের কর্মীরা সন্ত্রাস করে বিরোধীদের গায়ে হাত তোলার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে, সেই একই কায়দা হয়তো বাইরের রাজ্যেও করতে চাইছেন আঞ্চলিক দলের সর্বভারতীয় সেনাপতি।

প্রসঙ্গত, এদিন একটি ভিডিও বার্তায় কার্যত হুমকির সুর শোনা যায় তৃণমূলের যুবরাজের গলায়। তিনি বুঝিয়ে দেন যে, অন্য রাজ্য দিয়ে যে বাস যাচ্ছে এবং সেখানে তাদের যে কর্মী রয়েছেন, তাদের কারওর গায়ে হাত পড়লে তিনি প্রতিরোধের রাস্তা বেছে নেবেন। তার বক্তব্যের মধ্যে দিয়ে উঠে এসেছে, ইটের জবাব পাটকেলে দেওয়া হবে। কিন্তু একজন রাজনৈতিক নেতার মুখে এই ধরনের কথা কি আদৌ শোভা পায়? অনেকে আবার বলছেন, বিজেপি শাসিত যে সমস্ত রাজ্য রয়েছে, সেখানেও তো অনেক বিরোধী দল রয়েছে। কিন্তু সেই সমস্ত বিরোধী দলের ওপর হামলা হয়, তাদেরকে হুমকি দেওয়া হয়, এরকম কোনো খবর কি সামনে আসে? কিন্তু পশ্চিমবঙ্গে প্রতি মুহূর্তে বিরোধীদের কণ্ঠরোধ করার খবর প্রকাশ্যে আসে।

বিরোধীদের মতে, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার দলের কর্মীরাই হয়তো অন্য রাজ্যের গিয়ে অশান্তি পাকানোর চেষ্টা করছেন। সেই কারণেই যুবরাজের গলায় এই ধরনের হুমকির সুর শোনা যাচ্ছে। বাংলায় যারা প্রতিমুহূর্তে অশান্তি করে অভ্যস্ত, তারা অন্য রাজ্যে গিয়ে শান্তির বার্তা দিতে পারবেন না, এটাই স্বাভাবিক। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বলছেন, তার বিন্দুমাত্র প্রতিফলন যদি অন্য রাজ্যে হয়, তাহলে আইন আইনের পথেই চলবে। তৃণমূলকে কি করে আইনের জালে জব্দ করতে হয়, তা খুব ভালো করেই জানেন দেশের প্রধানমন্ত্রী।

পর্যবেক্ষকদের মতে, বাংলায় আইনের শাসন নেই। কিন্তু তাই বলে দেশের অন্য রাজ্যেও আইনের শাসন নেই, এটা যদি অভিষেকবাবু এবং তার দল ভেবে থাকে, তাহলে তারা ভুল ভাবছেন। যদি তাই হত, তাহলে বিজেপি শাসিত যে সমস্ত রাজ্য রয়েছে, সেখানে বিরোধীরা থাকতো না। তাদের চিহ্ন পর্যন্ত দেখা যেত না। কিন্তু সেই সমস্ত রাজ্যে তো বিরোধীরা রয়েছে। তারা তো রাজনৈতিক কর্মসূচি করছে। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে কথা বলছেন, তাতে একটা আশঙ্কা তৈরি হচ্ছে বিজেপি ঘনিষ্ঠ মহলের মধ্যে। তারা বলছেন যে, তৃণমূল নিজে নিজেই বিজেপি শাসিত রাজ্যে গিয়ে অশান্তি করবে না তো? এ কোন ইঙ্গিত দিয়ে রাখলেন সর্বভারতীয় যুবরাজ? তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক সমালোচকদের মধ্যে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!