এখন পড়ছেন
হোম > জাতীয় > বাজতে চলেছে ভোটের দামামা, এবারে বিশেষ সিদ্ধান্ত নির্বাচন কমিশনের, জানুন বিস্তারিত

বাজতে চলেছে ভোটের দামামা, এবারে বিশেষ সিদ্ধান্ত নির্বাচন কমিশনের, জানুন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  কিছুদিন আগেই রাজ্য সফর করে গিয়েছেন উপ মুখ্য নির্বাচন কমিশনার সুদীপ জৈন। দুদিনের রাজ্য সফরে এসে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন। নির্বাচন পরিচালনার সময় কর্তব্যে যদি কোনরকম গাফিলতি দেখা যায়, তবে অভিযুক্ত আধিকারিককে অপসারণের হুঁশিয়ারি পর্যন্ত দিয়েছিলেন তিনি। তাঁর রাজ্য সফরের পর এবার আগামীকাল রাজ্যে আসতে চলেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। চলতি মাসের শেষের দিকেই নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে আসবে, এমন সম্ভাবনার কথা বারবার শোনা গিয়েছিল। এবার সেটাই সত্যি হতে চলেছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে যে, আগামীকাল রাজ্যে আসতে চলেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। আগামীকাল দুপুরে কলকাতায় এসে পৌঁছাবেন তাঁরা। আগামীকাল কলকাতায় আসবেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা সহ নির্বাচন কমিশনের সমস্ত শীর্ষ আধিকারিক। আগামীকাল বিকেলে রাজ্যের ইলেক্টোরাল অফিসার ও পুলিশের নোডাল অফিসারের সঙ্গে তাঁদের বৈঠক হতে পারে। তিনদিনের রাজ্য সফর করবে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পরশু দিন অর্থাৎ বৃহস্পতিবার সকালে তাঁরা বৈঠক তাঁদের বৈঠক হওয়ার সম্ভাবনা একাধিক রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে। সেদিন দুপুরের পর তাদের বৈঠক করার সম্ভাবনা জেলাশাসক ও পুলিশ অফিসারদের সঙ্গে। এরপর আগামী শুক্রবার রাজ্যের মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক হবার সম্ভাবনা রয়েছে। যে বৈঠকে উপস্থিত হতে পারেন রাজ্য পুলিশের ডিজি।

কমিশনের সঙ্গে বৈঠকের পূর্বে বিস্তারিত রিপোর্ট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে জেলা শাসকদের। জেলাশাসকের এই নির্দেশ পাঠিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাব। কিছুদিন আগে উপ-মুখ্য নির্বাচন কমিশনার সুদীপ জৈন জেলাশাসকের সঙ্গে বৈঠকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলেন, যে বিষয়গুলো নিয়ে রিপোর্ট তৈরি করার নির্দেশ দিয়েছিলেন। সেই রিপোর্ট গুলির কাজ কতদূর সম্পন্ন হয়েছে? সেগুলি বিষয়ে যোগাযোগ করেছেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাব। এ কাজ দ্রুত সম্পন্নের নির্দেশ দিয়েছেন তিনি।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে হিংসামুক্ত অবাধ নির্বাচনের বার্তা দেয়া হয়েছে রাজ্যকে। এই সঙ্গে সঙ্গে বিভিন্ন জেল গুলি ঘুরে দেখার পরামর্শ দেয়া হয়। নির্বাচনের সময় জেলের ভেতর থেকে যাতে কোনরকম দুষ্কর্ম না ঘটে, সে বিষয়ে বিশেষ নজর রাখতে বলা হয়েছে। অন্যদিকে, উপ মুখ্য নির্বাচন কমিশনার সুদীপ জৈন নির্বাচনের আগে রাজ্যকে নিরুপদ্রব রাখতে জেলা আধিকারিক ও পুলিশ সুপারদের নির্দেশ দিয়েছিলেন। সে কাজ তাঁরা কতদূর করেছেন? বা সেকাজ করতে কতটা সময় দরকার? এই সমস্ত কিছু রিপোর্টে উল্লেখ করে তা কমিশনের কাছে পেশ করার নির্দেশ দেয়া হয়েছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!