এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > বামাল সমেত পুলিশের হাতে গ্রেপ্তার নকল সিবিআই

বামাল সমেত পুলিশের হাতে গ্রেপ্তার নকল সিবিআই


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একাধিক সাকরেদ সহ পুলিশের হাতে গ্রেফতার হলেন নকল সিবিআই ওরফে সাংবাদিক অভিষেক সেনগুপ্ত। গতকাল শিলিগুড়ি থেকে তাঁকে ও তার ঘনিষ্ঠকে পুলিশ গ্রেফতার করেছে। এই চক্রের সঙ্গে জড়িত আরও কিছু ব্যক্তিকে কলকাতা থেকে পুলিশ গ্রেপ্তার করেছে গতকাল। তাদের বিরুদ্ধে সিবিআই অফিসার সেজে ভয় দেখানো, অর্থ লোপাট করা, এমনকি অপহরণের মতো একাধিক গুরুতর অভিযোগ রয়েছে।

সাংবাদিক অভিষেক সেনগুপ্ত একটি জনপ্রিয় চ্যানেলের সঙ্গে যুক্ত ছিলেন। তার নামে নকল সিবিআই আধিকারিক সেজে ব্যবসায়ীদের ভয় দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল। এরপর তাকে এই চ্যানেল থেকে বরখাস্ত করে দেয়া হয়। চ্যানেলের পক্ষ থেকে জানানো হয়, এই সংস্থার তিনি স্থায়ী কর্মী নন। অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত থাকার কারণে তাঁকে সাসপেন্ড করে দিয়েছে সংস্থা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপর পুলিশের হাত থেকে বাঁচাতে তাঁর ঘনিষ্ঠ স্বরূপ ঘোষকে নিয়ে শিলিগুড়ি পালিয়ে গিয়েছিলেন সাংবাদিক অভিষেক সেনগুপ্ত। তবে গতকাল বিকেলে শিলিগুড়ি থেকে তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। এদিকে গতকাল কলকাতা থেকে আরো পাঁচজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। যাদের মধ্যে আছেন অর্ঘ্য সেনগুপ্ত নামে এক ব্যক্তি, তাঁকে সাংবাদিক অভিষেক সেনগুপ্তের আত্মীয় বলে সন্দেহ করছে পুলিশ।

পুলিশের অনুমান, তাদের এই অপরাধমূলক কাজকর্মের পেছনে কোন বড়োসড়ো চক্র লুকিয়ে আছে। কারণ ইতিমধ্যে তাদের সঙ্গে জড়িত আরো পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই পাঁচজনের মধ্যে অন্যতম দক্ষিণ ২৪ পরগনার অর্ঘ্য সেনগুপ্ত। এছাড়াও পুলিশ গ্রেপ্তার করেছে দক্ষিণ ২৪ পরগনার অনির্বাণ কাঞ্জিলাল, রাজু মন্ডলকে, উত্তর ২৪ পরগনার বাসিন্দা জুলফিকার আলি, আসরফ আলিকে। তাদের শীঘ্রই আদালতে পেশ করা হবে বলে, জানা যাচ্ছে।

পুলিশের অনুমান এরসঙ্গে আরও অনেকে যুক্ত আছে। তবে, এই চক্রের সঙ্গে যুক্ত বাকি সন্দেহভাজনদের এখনো পর্যন্ত সন্ধান পায়নি পুলিশ। তাদের দ্রুত সন্তানের কাজ চলছে। গতকাল এই ঘটনা সামনে আসার পর তীব্র শোরগোল পড়ে যায় বিভিন্ন মহলে। সন্দেহভাজনদের নিজেদের হেফাজতে আনতে আদালতে আবেদন জানাতে চলেছে কসবা থানার পুলিশ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!