এখন পড়ছেন
হোম > রাজ্য > বাংলা থেকে বিদায় নিচ্ছে করোনা! স্বাস্থ্য দপ্তরের সমীক্ষায় আশার আলো!

বাংলা থেকে বিদায় নিচ্ছে করোনা! স্বাস্থ্য দপ্তরের সমীক্ষায় আশার আলো!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- করোনার প্রকোপ এখন অনেকটাই নিম্নমুখী। দিনকে দিন আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা কমতে শুরু করেছে বাংলায়। অনেকদিন ধরেই তেমনভাবে করোনার প্রভাব নেই। তবে চতুর্থ ঢেউ আসতে পারে বলে তৈরি হয়েছে আশঙ্কা। কিন্তু এর মাঝেই বড়সড় স্বস্তি দিচ্ছে স্বাস্থ্য দপ্তরের সমীক্ষা।

সূত্রের খবর, গত এপ্রিল এবং মে মাস জুড়ে গোটা রাজ্য জুড়ে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে একটি সমীক্ষা করা হয়েছিল। যেখানে কোন জেলায় কত পজিটিভিটি রয়েছে, সেই ব্যাপারে খোঁজখবর নিয়েছিল রাজ্যের স্বাস্থ্য দপ্তর। জানা গিয়েছে, বেশিরভাগ জেলাতেই পজিটিভিটি রেট শূন্য রয়েছে। আর চতুর্থ ঢেউ আসার আগে স্বাস্থ্য দপ্তরের সমীক্ষায় এই রিপোর্ট উঠে আসায় রীতিমতো স্বস্তিতে রাজ্য। অনেকেই বলতে শুরু করেছেন, ধীরে ধীরে এভাবেই বিদায় নেবে করোনা ভাইরাস। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!