এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > জোটের কাঁটা কি এখনো বিঁধে রয়েছে? কংগ্রেসকে নিয়ে কি বললেন আব্বাস?

জোটের কাঁটা কি এখনো বিঁধে রয়েছে? কংগ্রেসকে নিয়ে কি বললেন আব্বাস?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এবারের বিধানসভা নির্বাচনে যেমন প্রবল প্রতিপক্ষ হিসেবে সামনে এসেছে তৃণমূল এবং বিজেপি, ঠিক সেরকমই দুই যুযুধান রাজনৈতিক শিবিরকে টক্কর দিতে একসাথে লড়ে যাচ্ছে বাম, কংগ্রেস এবং আইএসএফ। তৈরি হয়েছে সংযুক্ত মোর্চা। তবে সংযুক্ত মোর্চা তৈরী হলেও এর মধ্যে বেশকিছু জটিলতা রয়ে গেছে এখনও। আসন সমস্যা নিয়ে জট কাটলেও এবার দেখা দিয়েছে প্রচার সমস্যা। গতকাল পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফার নির্বাচন শেষ হয়েছে। নন্দীগ্রামের ভোটে বাম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়ের হয়ে প্রচারে গিয়েছিলেন আইএসএফ এর প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকী। এবং আইএসএফ ও বাম একে অপরের জন্য প্রচারে হাজির থাকলেও কংগ্রেস নেতাদের কিন্তু সেভাবে দেখা যাচ্ছেনা।

আর তাই নিয়ে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা রাজনৈতিক মহলে। পাশাপাশি সংযুক্ত মোর্চার মধ্যেও শুরু হয়েছে এই নিয়ে ব্যাপক গুঞ্জন। এরাজ্যে যেখানে দেখা যাচ্ছে বিজেপির হয়ে একের পর এক কেন্দ্রীয় নেতারা এসে প্রচার চালিয়ে যাচ্ছেন, সেখানে মোর্চার হয়ে কংগ্রেসের পক্ষ থেকে কোন জাতীয় নেতা এখনও পর্যন্ত সেভাবে আসেননি রাজ্যে প্রচারে। শুধুমাত্র কিছুদিন আগে ভূপেশ বাঘেল এসেছিলেন ব্রিগেডে। যিনি ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী হিসেবে পরিচিত। কিন্তু তারপর থেকে এখনো পর্যন্ত মোর্চার প্রচারে কোন হাইপ্রোফাইল কংগ্রেস নেতাকে দেখা যাচ্ছেনা। রাজ্য কংগ্রেসের পক্ষ থেকে অবশ্য একমাত্র হাইপ্রোফাইল প্রচারক কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

তাঁকে ছাড়া আর কোন বড় নেতাকে প্রচারের ময়দানে দেখা যায়নি। আর এই বিষয়টিকে হাতিয়ার করে তুলেছেন পীরজাদা আব্বাস সিদ্দিকী। তিনি এই নিয়ে এ দিন প্রচার সভা থেকে ব্যাপক কটাক্ষ করলেন কংগ্রেসকে। আব্বাসউদ্দিন বলেন, কংগ্রেসকে তাঁরা দক্ষিণবঙ্গের সব জায়গায় সমর্থন জানাচ্ছেন। কিন্তু কংগ্রেসের পক্ষ থেকে তাঁদের প্রচারে আসছে না কেউ। অন্যদিকে দেখা যাচ্ছে, আসামের ভোটের ক্ষেত্রে কিন্তু রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী থেকে কংগ্রেসের হেভিওয়েট নেতারা ছুটে যাচ্ছেন প্রচারে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একই সাথে কেরল, তামিলনাড়ুতেও জাতীয় কংগ্রেস নেতাদের যথেষ্ট সক্রিয় ভূমিকা গ্রহণ করতে দেখা যাচ্ছে কিন্তু বাংলায় সেই অর্থে তাঁরা গুরুত্ব দিচ্ছেননা বিধানসভা নির্বাচনকে বলে অভিযোগ করেছেন আব্বাস সিদ্দিকী। আব্বাসের অভিযোগ যে পুরোপুরি ভুল নয় সে কথা মেনে নিচ্ছেন রাজনৈতিক মহলের অনেকেই। এদিন প্রচার থেকে আব্বাস সিদ্দিকী প্রশ্ন তোলেন, আব্বাস সিদ্দিকের সঙ্গে বা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সঙ্গে জোট গড়ার মধ্যে কি ভুল আছে? পাশাপাশি তিনি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এদিন আবারও দায়ী করেছেন এ রাজ্যে বিজেপির উত্থানের জন্য।

সবমিলিয়ে বোঝা যাচ্ছে, জোট তৈরি হলেও জোটের কাঁটা কিন্তু এখনো রয়ে গেছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, প্রথম থেকেই কংগ্রেসের অধীর চৌধুরীর সাথে বনিবনা হচ্ছিল না আব্বাসের। প্রচারে কংগ্রেসের অসহযোগীতার এটাও কারণ হতে পারে মনে করা হচ্ছে। অন্যদিকে আবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে একজোট হতে সমস্ত অবিজেপি দলকে আহ্বান জানিয়েছেন। আর তাতে কিন্তু সাড়া দিয়েছেন হেভিওয়েট জাতীয় কংগ্রেস নেতা। সুতরাং জোটের অন্দরে বিতর্ক যে ক্রমশ মাথাচাড়া দিচ্ছে, তা নিয়ে কোন সন্দেহ নেই বিশেষজ্ঞদের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!