পিএনবি কেলেঙ্কারিতে তৃণমূলকে পাল্টা দিলো বিজেপি রাজ্য February 19, 2018 পিএনবি কেলেঙ্কারিতে মূল অভিযুক্ত নীরব মোদীর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি দেখিয়ে বিরোধীরা জোর আক্রমণে নেমেছিল। সাথে ছিল তৃণমূলও। এবার পাল্টা দিতে মাঠে নামলো বিজেপি। এদিন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ রবিবার একটি ছবি প্রকাশ করলেন যাতে দেখা যাচ্ছে, রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র পিএনবি কেলেঙ্কারির অন্যতম নায়ক মেহুল চোকসি’র সঙ্গে অন্তরঙ্গভাবে কথা বলছেন।দিলীপবাবু এই নিয়ে টোমেট করে বলেন যে,2017 সালের 4জুলাই মুম্বইয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যে ‘বেঙ্গল বিজনেস সামিট’ হয়েছিলো, সেখানেই ওই মেহুল চোকসি আমন্ত্রিত ছিলেন।এই নিয়ে যদিও এখনো পর্যন্ত তৃণমূলের তরফ থেকে এখনো অবধি কোনো প্রতিক্রিয়া দেওয়া হয় নি। আপনার মতামত জানান -