এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বাংলাই পাখির চোখ! শুধু সংগঠন দেখার জন্য আরও পাঁচ হেভিওয়েট মাহারথীকে রাজ্যে পাঠাচ্ছে বিজেপি

বাংলাই পাখির চোখ! শুধু সংগঠন দেখার জন্য আরও পাঁচ হেভিওয়েট মাহারথীকে রাজ্যে পাঠাচ্ছে বিজেপি


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সামনেই 2021 এর বিধানসভা নির্বাচন। তার আগে বিজেপি এখন সর্বভারতীয় ক্ষেত্রে প্রতিষ্ঠিত নেতাদের বাংলার কাজে লাগাতে শুরু করেছে। ইতিমধ্যেই পাঁচটি জোনের দায়িত্ব পাচজন নেতার ওপর দিয়েছে ভারতীয় জনতা পার্টি। আর এবার রাজ্যে বিজেপির সংগঠনের হাল-হকিকত খতিয়ে দেখতে আরও পাঁচ কেন্দ্রীয় নেতা আসতে চলেছেন। যাদের মধ্যে রয়েছেন গুজরাট এবং উত্তরপ্রদেশের মত বিজেপি শাসিত রাজ্যের সাংগঠনিক ব্যক্তিরা।

স্বাভাবিকভাবেই বিধানসভা নির্বাচনের আগে বিজেপি শাসিত রাজ্যের সাংগঠনিক ব্যক্তিত্বদের বিজেপির পক্ষ থেকে বাংলায় নিয়ে আসা নিয়ে এখন ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। সূত্রের খবর, গুজরাটের সাধারণ সম্পাদক ভিখুভাই দালসানিয়া নবদ্দীপ জোনের দায়িত্বে থাকবেন। অন্যদিকে উত্তরপ্রদেশের সংগঠন সম্পাদক সুনীল বানসাল দেখবেন কলকাতা জোন।

এদিকে উত্তরবঙ্গ জোনের দায়িত্বে থাকবেন ত্রিপুরার সংগঠন সম্পাদক। রাঢ়বঙ্গ জোন দেখবেন হরিয়ানার সংগঠন সম্পাদক রবীন্দ্র রাজু। এছাড়াও হিমাচল প্রদেশের সংগঠন সম্পাদক দেখবেন হাওড়া, হুগলি এবং মেদিনীপুর জোন। বস্তুত, বিজেপি এবার বাংলাকে পাখির চোখ করে কেন্দ্রীয় নেতাদের সবথেকে বেশি বাংলায় পড়ে থাকার নির্দেশ দিয়েছেন। স্বাভাবিক ভাবেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের এই উদ্যোগেই কার্যত স্পষ্ট হয়ে যাচ্ছে যে, বাংলা দখলকে এখন কার্যত পাখির চোখ করে নিয়েছে ভারতীয় জনতা পার্টি।

আর তাই কোনমতেই এই প্রক্রিয়া থেকে দূরে সরে আসতে চাইছে না তারা। এটাই তাদের কাছে প্রধান সুযোগ বাংলা দখল করার। তাই যেনতেন প্রকারেন সাংগঠনিক ব্যক্তিত্বদের অর্থাৎ যে সমস্ত রাজ্যে বিজেপি সরকার গড়েছে, সেই সমস্ত রাজ্যে দলকে যারা সাফল্য পাইয়ে দিয়েছেন, তাদের বাংলায় পড়ে থেকে এখন বাংলায় পরিবর্তন আনার উদ্যোগ নিতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি।

তবে বিজেপি সর্বভারতীয় ক্ষেত্রে বিভিন্ন রাজ্যের নেতাকে বাংলার সংগঠনের কাজে লাগানোর চেষ্টা করলেও, তাকে পাল্টা কটাক্ষ করছে তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, বিজেপি বাংলার সংস্কৃতি জানে না। তাই বাইরের অর্থাৎ বহিরাগত নেতাদের এনে তারা বাংলা দখলের চেষ্টা করছে। মানুষ এইসব মেনে নেবে না। যদিও বা তৃণমূলের পক্ষ থেকে যখন বিজেপির এই উদ্যোগকে “বহিরাগত” বলে দাবি করা হচ্ছে, তখন তার পাল্টা জবাব দিয়েছে ভারতীয় জনতা পার্টি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “বিজেপির সর্বভারতীয় পার্টি। ভোটের সময় অন্য রাজ্যের নেতারা আসবেন, এটাই নিয়ম। এত বড় একটা নির্বাচন আমরা লড়তে যাচ্ছি। অনেক কর্মীদের অভিজ্ঞতা কম আছে। তাই কেন্দ্রীয় পার্টি থেকে সহযোগিতা চাইবই। তৃণমূলের তো কোথাও কেউ নেই। ওরা তো নাটক করতে যায়। এই রাজ্যে মহাযুদ্ধের প্রস্তুতি নিয়েই নামছে বিজেপি।” আর তৃণমূলের পক্ষ থেকে যখন সর্বভারতীয় ক্ষেত্রে প্রতিষ্ঠিত বিজেপি নেতাদের রাজ্যে আসা নিয়ে কটাক্ষ করা হচ্ছে, তখন তার পাল্টা জবাব দিলেন দিলীপ ঘোষ।

তিনি নিজের বক্তব্যের মধ্য দিয়ে বুঝিয়ে দিলেন, তৃণমূল একটি আঞ্চলিক দল। তাই তাদের নেতাদের অন্য কোনো রাজ্যে প্রচার করতে চান যেতে হয় না। কিন্তু বিজেপির সর্বভারতীয় দল। এক্ষেত্রে পশ্চিমবঙ্গের নির্বাচনে দলের কর্মীদের উজ্জীবিত করার জন্য বাইরে থেকে নেতারা আসবেন। অনেকে আবার এটাও বলতে শুরু করেছেন, যে তৃণমূল বিজেপির এই সমস্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলছে, সেই তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা প্রশান্ত কিশোর।

তিনিও পশ্চিমবঙ্গের বাইরের লোক। ফলে তৃণমূল কেন সেই প্রশান্ত কিশোরকে ব্যবহার করছে! সেটাও প্রশ্নচিহ্নের বিষয় হয়ে দাঁড়িয়েছে বঙ্গ রাজনীতিতে। সব মিলিয়ে 2021 এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপি নিজেদের ঘর সাজাতে এবং সংগঠনকে শক্তিশালী করতে এবার আরও পাঁচ নেতাকে দায়িত্ব দিয়ে দিল।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!