এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > বিদ্রোহী মিহির বিজেপিতে যেতেই তীব্র অস্বস্তিতে তৃণমূল? উত্তরবঙ্গে নেমেই মুখ খুললেন ফিরহাদ

বিদ্রোহী মিহির বিজেপিতে যেতেই তীব্র অস্বস্তিতে তৃণমূল? উত্তরবঙ্গে নেমেই মুখ খুললেন ফিরহাদ


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  গত ২০১৯ এর লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে চলেছিল গেরুয়া ঝড়। যে ঝড় কুপোকাত হয়েছিল রাজ্যের শাসক দল তৃণমূল। আগামী বিধানসভা নির্বাচনেও উত্তরবঙ্গে ঝড় তুলতে মরিয়া হয়ে উঠেছে গেরুয়া শিবির। উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ শহর শিলিগুড়িতে বিজেপির একাধিক হেভিওয়েট নেতা ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন। শিলিগুড়িতে যথেষ্ট উজ্জীবিত হয়ে উঠেছে গেরুয়া শিবির। এই আবহে দুদিনের জন্য শিলিগুড়ি সফরে এসেছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। শিলিগুড়ি পুরসভার উদ্যোগে প্রতিষ্ঠিত গান্ধী মূর্তির উদ্বোধন করবেন তিনি। সম্প্রতি তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী যোগদান করেছেন বিজেপিতে। এ প্রসঙ্গে ফিরহাদ হাকিম জানালেন যে, দু একজন লোক দলে এলে বা চলে গেলে তাতে কিছু এসে যায় না তৃণমূলের।

আজ সোমবার শিলিগুড়ি পুরসভার উদ্যোগে শিলিগুড়ি শহরে গান্ধী মূর্তির উদ্বোধন হতে চলেছে। এই উদ্দেশ্যে দুদিনের জন্য শিলিগুড়ি সফরে এসেছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। এই গান্ধী মূর্তি বসাবার জায়গা নিয়ে একসময় পুরসভা ও পূর্তদপ্তরের মধ্যে বিতর্ক বেঁধেছিল। বিষয়টি নিয়ে যখন বাড়তে থাকে দ্বন্দ্ব, তখন এই সমস্যার সমাধানে এগিয়ে আসেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করেন তিনি। এরপর গ্রীন সিটি মিশন থেকে মূর্তি বসানোর জন্য অর্থ মঞ্জুরের ব্যবস্থা তিনি করেন। মূর্তি বসানোর কাজে হাত লাগান শিলিগুড়ি পুর প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান অশোক ভট্টাচার্য। আজ পুরমন্ত্রীর হাতে হতে চলেছে এই মূর্তির উদ্বোধন।

গতকাল দুপুরে শিলিগুড়ি এসেছেন পুরমন্ত্রী। দুপুরে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছানোর পর সাংবাদিকেরা কোচবিহার দক্ষিণের তৃণমূল বিধায়ক মিহির গোস্বামীর বিজেপিতে যোগদান করা সহ বিভিন্ন বিষয়ে তাঁকে প্রশ্ন করেছিলেন। পুরমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানালেন যে, এই বিষয়গুলি নিয়ে সংবাদমাধ্যমে চর্চা চলছে, মানুষের মধ্যে চলছে না। তিনি জানালেন যে, তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে আন্দোলনের মধ্যে দিয়ে তৈরি হওয়া একটি রাজনৈতিক দল। যে দল উত্তর প্রদেশ বা গুজরাট থেকে আসেনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি জানালেন, অনেক আন্দোলনের ফসল হলো তৃণমূল। নন্দীগ্রাম, সিঙ্গুর, ভাঙড়, গড়বেতা, চমকাইতলায় বহু আন্দোলন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই দলটি তৈরি হয়েছে। তাই এই দল হলো মানুষের দল। দুজন বা একজন এই দলে এলে বা চলে গেলে, দল তাতে কোনো দিন শেষ হয়ে যাবে না দলটি। মন্ত্রী আরও জানান যে, মিহির গোস্বামী এখন গান্ধীবাদ থেকে সরে গিয়ে গান্ধীর হত্যাকারীদের সঙ্গে কিভাবে চলে গেলেন? তা তিনি বুঝতে পারছেন না।

গতকাল দুপুরে শিলিগুড়ি আসার পর গতকাল বিকেলে বেঙ্গল সাফারি পার্ক দেখতে গিয়েছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। সেখানে গিয়ে তিনি হরিণ ও অন্যান্য বন্যপ্রাণীর ছবি তুলেছিলেন। এরপর, গতকাল মাটিগাড়ার একটি হোটেলে পুরসভার বিভিন্ন আধিকারিকদের সঙ্গে কথা বলেছিলেন তিনি। গতকাল সন্ধ্যায় তার সঙ্গে দেখা করেছিলেন শিলিগুড়ি পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়রাম্যান অশোক ভট্টাচার্য। পুরসভার কিছু সমস্যা ও কিছু আর্থিক সহায়তার জন্য আবেদন জানান তিনি।

তবে, বিশ্লেষকেরা বলছেন যে, কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামীর দলত্যাগকে যতই খাটো করে দেখাক না শাসক দল। বিষয়টি নিয়ে যথেষ্ট অস্বস্তিতে আছে শাসক দল। কারণ মিহির বাবুর এই দলবদল থেকে দলের প্রতি বিক্ষুব্ধরা উজ্জীবিত হতে পারেন বলে, অনুমান রাজনৈতিক বিশ্লেষকদের।আর যে কারনেই ঘুম উড়ছে তৃণমূলের।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!