এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ‘বাংলার বাইরে থাকা বাঙালিদের বিপদে ফেলছে তৃণমূল।’ তৃণমূলের বহিরাগত মন্তব্য নিয়ে দাবি দিলীপের

‘বাংলার বাইরে থাকা বাঙালিদের বিপদে ফেলছে তৃণমূল।’ তৃণমূলের বহিরাগত মন্তব্য নিয়ে দাবি দিলীপের


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিজেপিকে একাধিকবার বহিরাগতের দল বলে কটাক্ষ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল। সম্প্রতি আগামী বিধানসভা নির্বাচনের লক্ষ্যে রাজ্যকে মোট পাঁচটি জোনে ভাগ করে দিয়ে প্রতিটি জোনের দায়িত্ব দেয়া হয়েছে একেক জন কেন্দ্রীয় বিজেপি নেতাকে। এরপর থেকেই বিজেপিকে অবাঙালির দল বলে সুর চড়াতে শুরু করেছে শাসকদল তৃণমূল।

গতকাল শনিবার বিজেপিকে বহিরাগতর দল বলে তীব্র ভাষায় কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তিনি অভিযোগ করেছেন যে, বিজেপিতে কোনো বাঙালি নেতা নেই। বিজেপি দলটি চালাচ্ছে অবাঙালিরা। বাঙালিরা যা কখনোই মেনে নিতে পারবেন না। এবার, তাঁর মন্তব্যের বিরুদ্ধে পাল্টা বক্তব্য রাখলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি অভিযোগ করেছেন যে, নিম্নরুচির রাজনীতি করছে শাসক দল তৃণমূল।বাংলার বাইরে থাকা বাঙ্গালীদের বিপদে ফেলে দিচ্ছে তৃণমূল।

গতকাল শনিবার বিজেপিকে বহিরাগতের দল বলে তীব্র কটাক্ষ করেছিলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তিনি জানিয়েছিলেন যে, যে কয়েকজন বাঙালি নেতা পশ্চিমবঙ্গতে বিজেপির সঙ্গে ছিলেন বা আছেন, তাঁদের উপর হয়তো কেন্দ্রের বিজেপি নেতৃত্বের কোন ভরসা নেই। সেজন্যই বাইরে থেকে নেতা আমদানি করা হচ্ছে। দেশের অন্য জায়গা থেকে নেতারা আসছেন পশ্চিমবঙ্গে। তাঁর কথায়, বাঙালির উপর আস্থা রাখতে পারছে না বিজেপি। একারণেই বাঙালির মাথার উপর চাপিয়ে দেয়া হচ্ছে বাইরের নেতাদের। যা বাঙালি কখনোই ভালো চোখে দেখছে না।

তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের এই বক্তব্য প্রসঙ্গে আজ রবিবার এক সাংবাদিক সম্মেলন করে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন যে, বেশ কিছুদিন ধরেই হাওয়া উঠেছে বাইরের লোক কথাটির। তাঁর কথায়, স্বাধীনতা সংগ্রামের গল্প মনে করিয়ে দিলেন একজন মন্ত্রী। তিনি জানালেন যে, বাংলার স্বাধীনতা সংগ্রামীরা শুধু বাংলার হয়ে লড়াই করেননি, তাঁরা গোটা দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাঁর কথায়, বাইরের লোক করে খাচ্ছে, বাইরের লোকের কথা বলে অনেক কিছু বোঝানোর চেষ্টা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেছেন যে, বাইরের লোককে তিনি ভয় পান না। বাইরের লোক রাজ্যে এসে পার্টির নেতৃত্ব ঠিক করছে। তাঁর কথায়, তৃণমূল দলটাই চালাচ্ছেন বাইরের লোক। তিনি জানালেন যে, কেডি সিং হলেন অসমের মানুষ, ইমরান হাসান সিমির প্রতিষ্ঠাতা, তিনি বাংলাদেশের লোক, এই রাজ্য থেকেই নেতা হচ্ছেন অভিষেক মনু সিঙ্ঘভি। কিন্তু, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এদেরকে বলা হচ্ছে বাইরের লোক।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন যে, পশ্চিমবঙ্গ থেকে বহু লোক বাইরে কাজ করে থাকেন। কিন্তু বাইরের লোক বলে অন্য লোককে আটকাবার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায় এখন অন্য রাজ্যে থাকা সমস্ত বাঙালিদের যদি বাইরের লোক বলে অন্য রাজ্যগুলি ফেরত পাঠিয়ে দেয়। তবে কি মুখ্যমন্ত্রী (দিদিমণি) তাঁদের চাকরি দিতে পারবেন?

রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ জানালেন, ” রাম হয়ে গেলেন বাইরের। কালি এখানকার। উনি ধরেই নিয়েছেন, এটা পশ্চিম বাংলাদেশ হয়ে গিয়েছে। বাঙালিকে বিপদের মধ্যে ফেলে দিচ্ছেন। ভেবেচিন্তে কথা বলুন।” এভাবেই বিধানসভা নির্বাচনের প্রাক্কালে মুখ্যমন্ত্রী সহ রাজ্যের শাসক দল তৃণমূলকে একেবারে তুলোধোনা করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!