এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বাংলার মেয়েতে ভরসা নয়, ভবানীপুরে মমতাকে জেতাতে নয়া স্লোগান তৃণমূলের!

বাংলার মেয়েতে ভরসা নয়, ভবানীপুরে মমতাকে জেতাতে নয়া স্লোগান তৃণমূলের!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  2021 এর বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের তৃতীয়বারের জন্য ক্ষমতা দখল করতে বহু নিত্য নতুন স্লোগান দিতে দেখা গিয়েছিল ঘাসফুল শিবিরকে। অন্যান্য স্লোগানের পাশাপাশি “বাংলা নিজের মেয়েকেই চায়” শ্লোগান ব্যবহার করতে দেখা গিয়েছিল তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের। অর্থাৎ গোটা বাংলায় যখন বিজেপি নিজেদের শক্তি প্রয়োগ করে ক্ষমতা দখল করতে তৎপর হয়ে উঠেছে, তখন বাইরের নেতারা নয়, বাংলার ঘরের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেই বাংলার মানুষ ভরসা রাখবে বলে এই শ্লোগান সামনে আনতে দেখা গিয়েছিল ঘাসফুল শিবিরকে।

কিন্তু রাজনৈতিক প্রেক্ষিত অনুযায়ী যে সেই স্লোগানেরও পরিবর্তন হয়, তা এবার স্পষ্ট হয়ে গেল। ইতিমধ্যেই রাজ্যে একাধিক বিধানসভা আসনে উপনির্বাচনের সম্ভাবনা তৈরি হয়েছে। সেদিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হলেও, তিনি নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে পরাজিত হয়েছেন। তাই মুখ্যমন্ত্রী হওয়ার ছয় মাসের মধ্যে তাকে যে কোনো একটি বিধানসভা কেন্দ্র থেকে জিতে আসতে হবে। সেদিক থেকে যদি উপনির্বাচন হয়, তাহলে তিনি ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে লড়াই করবেন।

বস্তুত, এবারে শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে লড়াই করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু শেষ পর্যন্ত পরাজিত হয়েছেন তিনি। তাই এবার বরাবর নিজের ঘরের কেন্দ্র বলে পরিচিত ভবানীপুরে লড়াই করতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী। তবে ভবানীপুরের সঙ্গে গোটা বাংলাকে গুলিয়ে ফেলতে চাইছে না শাসক শিবির। তাই সেই কারণে এখানে “বাংলা নিজের মেয়েকেই চায়” নয় বরঞ্চ ভবানীপুরের ঘরের মেয়ে হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলে ধরার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস।

সূত্রের খবর, তৃণমূলের শাখা সংগঠন জয়হিন্দ বাহিনীর পক্ষ থেকে ভবানীপুরের বিধানসভা উপনির্বাচনের আগে একটি শ্লোগান সামনে আনা হয়েছে‌। যেখানে বলা হয়েছে, “উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে।” একাংশ বলছেন, সারাবাংলার প্রেক্ষিতে বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মেয়ে হিসেবে তুলে ধরে বহিরাগত প্রমাণ করার চেষ্টা হয়েছে বিজেপি নেতাদের। যে স্লোগান সাধারন মানুষের মনে জায়গা করে নিয়েছিল। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের কেন্দ্র বলে পরিচিত ভবানীপুরের তিনি প্রার্থী হলে যাতে বিপুল ভোটে জয়লাভ করেন, তার জন্য এখন থেকেই স্লোগান এনে ভবানীপুরের মানুষের মনে মমতা বন্দ্যোপাধ্যায়কে জায়গা দেওয়ার চেষ্টা শুরু করে দিল তৃণমূল কংগ্রেস।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকে আবার বলছেন, গত লোকসভা নির্বাচনের ফলাফল যদি বিশ্লেষণ করা যায়, তাহলে বিধানসভা ভিত্তিক ফলাফলে দেখা যাবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে তিনি নিজের ওয়ার্ডে পিছিয়ে রয়েছেন। তাই এই ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়লাভ নিয়ে কিছুটা হলেও চিন্তা রয়েছে তৃণমূল কংগ্রেস। তাই সেই কারণে এখন ভবানীপুরের ঘরের মেয়ে হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলে ধরার আপ্রাণ চেষ্টা শুরু করেছে ঘাসফুল শিবির বলে কটাক্ষ একাংশের।

তৃণমূলের দাবি, ভবানীপুরে যে মমতা বন্দ্যোপাধ্যায় জয়লাভ করবেন, তা কার্যত নিশ্চিত। এখানে বিরোধীদের জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে। শুধু মার্জিন কত হবে, সেটা নিয়ে সকলে চিন্তিত। বলা বাহুল্য, 2011 হোক বা 2016 সাল, বারবার এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ওপর ভরসা করে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু 2021 সালে বিজেপির চ্যালেঞ্জ গ্রহণ করে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লড়াই করেছিলেন তিনি।

কিন্তু শেষ পর্যন্ত তাকে পরাজিত হতে হয়েছে। তাই এই পরিস্থিতিতে সামনের উপনির্বাচনে তাকে আবার ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। তাই সেখানে যাতে তার জয়লাভ নিশ্চিত হয়, তার জন্য এখন থেকেই তৃণমূলের শাখা সংগঠনের পক্ষ থেকে নয়া স্লোগান সামনে এনে তা বাজিমাত করার চেষ্টা হল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!