এখন পড়ছেন
হোম > জাতীয় > বাংলার পর এবার এই ছয় রাজ্যে পাখির চোখ তৃণমূলের, দায়িত্ব পেয়েই টার্গেট বেঁধে দিলেন অভিষেক!

বাংলার পর এবার এই ছয় রাজ্যে পাখির চোখ তৃণমূলের, দায়িত্ব পেয়েই টার্গেট বেঁধে দিলেন অভিষেক!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  2021 এর বিধানসভা নির্বাচনে তৃতীয়বার পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল খুব একটা সহজ ছিল না তৃণমূল কংগ্রেসের কাছে। কিন্তু বিজেপির তাবড় তাবড় নেতাদের বুলিকে মিথ্যে করে তৃতীয় বারের জন্য বাংলার মানুষের সমর্থন নিয়ে 213 টি আসন দখল করেছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে 77 টি আসন পেয়ে কোনোরকমে বিরোধী দলের মর্যাদা পেয়েছে ভারতীয় জনতা পার্টি। তবে বারবার তৃণমূলকে আঞ্চলিক দল বলে কটাক্ষ করতে দেখা গেছে গেরুয়া শিবিরকে।

এদিকে তৃতীয়বার তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতা দখল করার পরেই বড় দায়িত্ব পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেখানে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়ে তাকে কার্যত দলের সেকেন্ড-ইন-কমান্ড করে দেওয়া হয়েছে। আর দায়িত্ব পাওয়ার পরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দেন, এবার তাদের লক্ষ্য গোটা ভারতবর্ষ।

এক্ষেত্রে বাংলার পাশাপাশি অন্য রাজ্যগুলোতেও যে প্রভাব বিস্তার করতে চলেছে তৃণমূল কংগ্রেস এবং সেই লক্ষ্যে যে তিনি কাজ করবেন, তা বুঝিয়ে দেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ইতিমধ্যেই ত্রিপুরাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আওয়াজ উঠতে শুরু করেছে। আর এই পরিস্থিতিতে তৃণমূলের সোশ্যাল মিডিয়ায় বেশকিছু রাজ্যকে পাখির চোখ করে প্রচারের মধ্যে দিয়ে তৃণমূলের পরবর্তী টার্গেট কার্যত স্পষ্ট হয়ে গেল।

সূত্রের খবর, ইতিমধ্যেই ছয়টি রাজ্যের জন্য আলাদা আলাদা করে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। যার মধ্যে রয়েছে আসাম, ওড়িশা, ত্রিপুরা, সিকিম, মনিপুর এবং মহারাষ্ট্র। একাংশ বলছেন, বর্তমান পরিস্থিতিতে শুধুমাত্র মাঠে-ময়দানে রাজনীতি নয়। সোশ্যাল মিডিয়ার উপর মানুষ অনেকটা নির্ভরশীল হয়ে পড়েছে। সেদিক থেকে সর্বত্র সোশ্যাল মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই সর্বভারতীয় ক্ষেত্রে এবং বিভিন্ন রাজ্যে দলকে বিস্তার লাভ করতে গেলে যে সোশ্যাল মিডিয়ার ভূমিকা অত্যন্ত কার্যকরী, তা বুঝতে পেরেছে তৃণমূল নেতৃত্ব।

আর দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েই সেই কাজ করতে শুরু করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে ছয়টি রাজ্যের জন্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খোলার পেছনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সূক্ষ্ম মস্তিষ্ক রয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। অর্থাৎ এখন থেকেই যে তৃণমূল কংগ্রেস বাইরের রাজ্যগুলোতে প্রভাব বিস্তার করার কাজ শুরু করে দিল, তা বলার অপেক্ষা রাখে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশ্লেষকরা বলছেন, এমনিতেই করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন ধরে মিটিং, মিছিল বন্ধ। প্রকাশ্যে সভা-সমিতি করতে পারছে না রাজনৈতিক দলগুলো। তাই আগামী দিনে সোশ্যাল মিডিয়া যে আরও বড় গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে রাজনীতির ক্ষেত্রে, তা কার্যত নিশ্চিত। তাই বাইরের রাজ্যগুলোতে প্রভাব বিস্তার করতে এখন সেই সোশ্যাল মিডিয়া বড় হাতিয়ার হতে চলেছে তৃণমূল কংগ্রেসের কাছে।

এক্ষেত্রে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়ার পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই যে ছয় রাজ্যে সোশ্যাল মিডিয়ার টিম চাঙ্গা করার কাজ শুরু করে দিল তৃনমূল কংগ্রেস, তা বলার অপেক্ষা রাখে না। অর্থাৎ দায়িত্ব পেয়ে বিন্দুমাত্র সময় নষ্ট করতে চাইছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিশেষজ্ঞরা বলছেন, সামনেই 2024 এর লোকসভা নির্বাচন।

আর সেই লোকসভা নির্বাচনে যাতে গোটা দেশের মধ্যে নির্ণায়ক শক্তির ভূমিকা পালন করতে পারে তৃণমূল কংগ্রেস, তার জন্য এখন থেকেই চেষ্টা শুরু করে দিতে চাইছে তারা। আর সেই চেষ্টাকে বাস্তব রূপ দিতে গেলে সোশ্যাল মিডিয়া যে তার অন্যতম মাধ্যম, তা তৃণমূলের এই উদ্যোগের মধ্যে দিয়েই পরিষ্কার। তবে ছয় রাজ্যে বিস্তার লাভ করতে তৃণমূলের এই সোশ্যাল মিডিয়া টিম কতটা কার্যকরী ভূমিকা গ্রহণ করে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!