এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বাংলায় যে কোন মুহূর্তে জারি হতে পারে রাষ্ট্রপতি শাসন? জল্পনা তীব্র করলেন কৈলাশ বিজয়বর্গীয়!

বাংলায় যে কোন মুহূর্তে জারি হতে পারে রাষ্ট্রপতি শাসন? জল্পনা তীব্র করলেন কৈলাশ বিজয়বর্গীয়!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পশ্চিমবঙ্গ রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি নিয়ে বারবার অভিযোগ জানিয়ে আসছে গেরুয়া শিবির। একই সাথে গেরুয়া শিবিরের পক্ষ থেকে বারংবার রাষ্ট্রপতি শাসন জারির দাবিও জানানো হচ্ছে। বিগত বেশ কিছুদিন ধরেই যেভাবে রাজ্যজুড়ে পরপর বিজেপি নেতা কর্মীদের মৃত্যু ঘটছে, তা নিয়ে কিন্তু এবার সুর চড়াচ্ছে গেরুয়া শিবিরের নেতাকর্মীরা। আর সে দিকেই নজর দিয়ে এবার কৈলাস বিজয়বর্গীয় সংকেত দিলেন পশ্চিমবঙ্গে একুশের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে যেকোনো মুহূর্তে জারি হতে পারে রাষ্ট্রপতি শাসন। প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচনের প্রচারে এবার রাজ্য সফরে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

সেই উপলক্ষেই এদিন বিজেপির পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত নেতা কৈলাস বিজয়বর্গীয় রাজ্যে এলেন। বিমানবন্দর থেকেই কৈলাস বিজয়বর্গীয় এদিন রাজ্য সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন। এমনকি এ রাজ্যের সরকারের সংবেদনশীলতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। সম্প্রতি কল্যাণীর গয়েশপুরে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। আর তাই নিয়েই বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীকে প্রশ্ন করা হলে তিনি সরাসরি দায়ী করেন রাজ্যের প্রশাসনকে। তিনি দাবি করেন, নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, ততই আতঙ্ক বাড়ছে রাজ্যজুড়ে। প্রসঙ্গত, কিছুদিন আগেই পুলিশি হেফাজতে থাকাকালীন মৃত্যু হয়েছিল পটাশপুর এর বিজেপি নেতা মদন ঘড়ুই এর।

এসএসকেএম হাসপাতালে মৃত বিজেপি নেতার প্রাথমিক ময়নাতদন্ত হয়েছিল বলে জানা যায়। কিন্তু বিজেপির তরফ থেকে দ্বিতীয়বার ময়না তদন্তের আবেদন জানানো হয় হাইকোর্টে। হাইকোর্টের তরফ থেকেও সবুজ সংকেত দেওয়া হয় এই ব্যাপারে। একইসাথে জানানো হয়, আরজিকর হাসপাতালে পরবর্তী ময়না তদন্ত হবে। সেক্ষেত্রে বিভাগীয় প্রধান ময়না তদন্তের দায়িত্ব নেবেন। এবং 21 অক্টোবরের মধ্যে সেই ময়নাতদন্তের রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল। যদিও এখনো পর্যন্ত দ্বিতীয়বারের ময়না তদন্ত হয়নি বলে দাবি গেরুয়া শিবিরের। অন্যদিকে কৈলাস বিজয়বর্গীয় জানিয়েছেন, রাজ্যে গণতন্ত্র স্থাপনের জন্য যতদূর যাওয়া যায়, বিজেপি কর্মীরা ততদূর যাবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে রাজ্যপাল জগদীপ ধনকরও শিলিগুড়িতে এদিন জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে রাজ্যে কোনভাবেই বিধানসভা নির্বাচন সম্ভব নয়। এই পরিস্থিতি যদি চলতে থাকে, তাহলে সংবিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একই সুরে কৈলাস বিজয়বর্গীয়ও এদিন জানান, রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রিপোর্ট জমা দেওয়ার পর তিনিও একই কথাই বলেছেন। নেতাজী সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এদিন তিনি জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে কোন মতেই অবাধ নির্বাচন সম্ভব নয়।

আর সে ক্ষেত্রে তিনি মল্লারপুরের বিজেপি কর্মীর পুলিশি হেফাজতে মৃত্যুর কথা উল্লেখ করেছেন। সব মিলিয়ে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে ক্রমশ রাজ্য থেকে কেন্দ্রের গেরুয়া শিবিরের নেতারা সরব হচ্ছেন। তবে সেক্ষেত্রে যদি সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি শাসন জারি হয় বাংলায়, তাহলে তা বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে কতটা প্রভাব ফেলবে তা অবশ্য সময় বলবে। অন্যদিকে কৈলাস বিজয়বর্গীয়র ইঙ্গিত নিয়ে এখনো পর্যন্ত রাজ্য প্রশাসনের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। আপাতত পরিস্থিতির ওপর নজর রাখছে রাজ্যের ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!