এখন পড়ছেন
হোম > রাজ্য > মালদা-মুর্শিদাবাদ-বীরভূম > বাংলার বুকেই মায়ের তালাক আটকাতে গিয়ে বেদম মার খেয়ে হাসপাতালে ৪, আশঙ্কাজনক ১! রিপোর্ট পুলিশে

বাংলার বুকেই মায়ের তালাক আটকাতে গিয়ে বেদম মার খেয়ে হাসপাতালে ৪, আশঙ্কাজনক ১! রিপোর্ট পুলিশে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মা হলেন ছেলেমেয়েদের কাছে ভগবান তুল্য তথা শিক্ষাগুরু। মা ছেলেমেয়েদের জন্ম দিয়ে লালন পালন করে বড় করে তোলেন। আর সেই মা যখন বিপদে তখন ছেলেমেয়েরা রক্ষা করবেন না এমনটা কি আর হয়।মাকে বিপদ থেকে রক্ষা করতে গিয়ে আক্রান্ত হলেন ছেলেরা।কি এমন ঘটনা হলো? সূত্র মারফত জানা যাচ্ছে যে, ঘটনাটি ঘটেছে মালদহ থানার অন্তর্ভুক্ত আজমতপুর অঞ্চলে । মাকে তালাক দেওয়ার প্রতিবাদ করেছিলেন ছেলেরা ও গৃহবধূ। যার খেসারত দিতে হল ওই ছেলেদেরও গৃহবধূকে।

পুলিশ সুত্রে জানা গিয়েছে, আক্রান্তদের নাম রুমা বিবি (২৮), রহিদুল শেখ (২২), সহিদুর সেখ (৩২) এবং আহেদুল শেখ (২৫)।আপাতত এদের মধ্যে প্রত্যকেই সামান্য চিকিৎসা করার পর ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু গৃহবধূ রুমা বিবি মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। রুমা বিবি জানান, তাঁর শ্বশুর মশাই তার শ্বাশুড়ি মাকে মাঝে মধ্যে মারধর করতে।

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিমধ্যে তাঁর শ্বশুর মশাই তার শ্বাশুড়ি মা কে তালাক দেন।যার প্রতিবাদ করেন তাদের ছেলেরা এবং তিনি নিজেও প্রতিবাদ জানান। যার পরিনতিতে তাদেরকে মারধর করা হয়।আক্রান্ত ওই গৃহবধূর স্বামী সহিদুর শেখ জানান,তার নিজের কাকা এর মিমাংসা করার জন্য তাদের বাড়িতে ডাকেন।কিন্তু মিমাংসা করার বদলে কাকা সহ তার দলের লোকজন তাদের কে মারধর করে। এই নিয়ে স্থানীয় থানার
আইনুল সেখ, জানসুর সেখ সহ ছয় জনের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে বলো সূত্রের খবর।

আক্রান্ত রহিদুল শেখ জানান, তার বাবার নাম আজাহার শেখ। মা রুমি বিবিকে তালাক দেয়। তিনি আরো জানান, তার বাবা ও মার এর মধ্যে মাঝেমধ্যে ঝামেলা হতো।তার বাবা ইতিমধ্যে তার মাকে তালাক দেয়।এর প্রতিবাদ সে ও তার ভায়েরা করে।এর মিমাংসা করার জন্য তাদের কাকা কাইনুল শেখ তাদের বাড়িতে ডাকেন। কিন্তু মিমাংসা করার বদলে তাদেরকে বাঁশ দিয়ে মারধর করে।এই ঘটনার তার বৌদি গুরুতর আহত হয়েছেন। জন্মদাত্রী জননীকে রক্ষা করতে গিয়ে আক্রান্ত হলেন ছেলেরা। তাঁর সাক্ষী হয়ে থাকলো বঙ্গবাসী।আপাতত অভিযুক্তদের বিরুদ্ধে কি শাস্তি নেয় পুলিশ তার দিকে নজর থাকবে সবার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!