এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ব্যারাকপুরে পৌঁছতে পারবেন না শুভেন্দু! এ কোন হুঁশিয়ারি মদনের!

ব্যারাকপুরে পৌঁছতে পারবেন না শুভেন্দু! এ কোন হুঁশিয়ারি মদনের!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- অর্জুন সিংহ দলবদল করার পরেই ব্যারাকপুরের দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। আজ তিনি ব্যারাকপুরে একটি সাংগঠনিক সভা করবেন। আর তার আগেই কার্যত সেই শুভেন্দু অধিকারীর সফর ঘিরে বিস্ফোরক মন্তব্য করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। যেখানে শুভেন্দু অধিকারী ব্যারাকপুর পর্যন্ত পৌঁছতে পারবেন না বলে সংশয় প্রকাশ করলেন তিনি।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে বিস্ফোরক মন্তব্য করেন মদন মিত্র। তিনি বলেন, “শুভেন্দু ব্যারাকপুরে যাচ্ছে, ভালো কথা। কিন্তু ব্যারাকপুরে পৌঁছতে পারবে কিনা, তা নিয়েই সংশয় আছে। কারণ মাঝপথে গাড়ির টায়ার পাংচার হয়ে যেতে পারে।” স্বভাবতই মদন মিত্রের এই বক্তব্যকে কেন্দ্র করে কার্যত শোরগোল পড়ে গিয়েছে। তিনি কি এই মন্তব্য করে শুভেন্দু অধিকারীকে হুঁশিয়ারি দিতে চাইলেন, তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে গুঞ্জন। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!