এখন পড়ছেন
হোম > জাতীয় > নির্বাচন কমিশনের সদর দপ্তরে গিয়ে এবার গেরুয়া শিবিরের পক্ষ থেকে করা হলো চাঞ্চল্যকর অভিযোগ

নির্বাচন কমিশনের সদর দপ্তরে গিয়ে এবার গেরুয়া শিবিরের পক্ষ থেকে করা হলো চাঞ্চল্যকর অভিযোগ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  রাজ্যের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততোই নির্বাচন কমিশনের দপ্তরে যাতায়াত বাড়ছে রাজনৈতিক দলগুলির। ইতিমধ্যে নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে। আর তারপর থেকে নির্বাচন কমিশনের দরজায় কড়া নেড়ে এসেছে গেরুয়া শিবির বেশ কয়েক দফা। অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকেও নির্বাচন কমিশনে যাওয়া হয়েছিল। কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নির্বাচন কমিশনের যাতায়াতের পরিমাণটা উল্লেখযোগ্যভাবে গেরুয়া শিবিরের বেশি।

শুক্রবারেও গেরুয়া শিবির নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তরে গিয়ে হাজির হয়েছিল। সেখানে একদিকে তাঁরা যেমন রাজ্যের তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ভিডিও প্রকাশ করার জন্য কমিশনের কাছে দাবি জানিয়েছে, অন্যদিকে পশ্চিমবঙ্গের বিভিন্ন পুরসভার প্রশাসকরা পক্ষপাতমূলক আচরণ করছে বলে অভিযোগ জানিয়েছে। পাশাপাশি নির্বাচন কমিশনের কাছে বিজেপির দাবি, পশ্চিমবঙ্গের পুরসভার প্রশাসকদের অবিলম্বে সরিয়ে দিতে হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এদিন দিল্লি নির্বাচন কমিশনের সদর দপ্তরে বিজেপির পক্ষ থেকে হাজির হন পীযূষ গোয়েল, সম্বিত পাত্র, স্বপন দাশগুপ্ত সহ অনেকেই। সেখানেই নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় এর সাথে যে দুর্ঘটনা ঘটেছে, তার সত্যতা সামনে নিয়ে আসার দাবি জানিয়েছেন তাঁরা। পাশাপাশি রাজ্যের পুর প্রশাসকদের নিয়ে বড়সড় অভিযোগ জানানো হয়েছে বলে খবর। রাজ্যসভার বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত দাবি করেছেন, যেহেতু তৃণমূল নেতারাই পুরপ্রশাসক পদে রয়েছেন, তাই তাঁরা বিরোধী দলগুলির সঙ্গে পক্ষপাতমূলক আচরণ করছে।

কোথাও ব্যানার-ফেস্টুন টাঙাতে দেওয়া হচ্ছেনা। তাই অবাধ নির্বাচনের স্বার্থে পুরপ্রশাসকদের সরিয়ে দেওয়ার আর্জি তাঁদের। অন্যদিকে গত কয়েক বছরে পশ্চিমবঙ্গের শতাধিক পুরসভার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। কার্যকালের শেষে বিদায়ী পুর বোর্ডের চেয়ারম্যানকেই পুর প্রশাসক পদে বসানো হয়েছে। যেহেতু অধিকাংশ পুরসভাই তৃণমূলের, তাই তৃণমূলের নেতারাই বেশিরভাগ পুরসভার প্রশাসক হয়েছেন। আপাতত দেখার, গেরুয়া শিবিরের অভিযোগে গুরুত্ব দিয়ে নির্বাচন কমিশন কোনো বড়সড় পদক্ষেপ গ্রহণ করে কিনা!

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!