এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলে আগাছায় ভরা? বিস্ফোরক অভিযোগ করে মমতাকে চিঠি হেভিওয়েট বিধায়কের! অস্বস্তি তুঙ্গে!

তৃণমূলে আগাছায় ভরা? বিস্ফোরক অভিযোগ করে মমতাকে চিঠি হেভিওয়েট বিধায়কের! অস্বস্তি তুঙ্গে!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিধায়ক হওয়ার পর থেকেই বিভিন্ন সময়ে তার বিতর্কিত মন্তব্য ঘিরে সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। শুধু তাই নয়, তার বিভিন্ন মন্তব্যকে কেন্দ্র করে অস্বস্তিতে পড়েছে ঘাসফুল শিবিরও। রাজনীতিতে এসে তিনি ঠিক করেননি, এমন নানা কিছু মন্তব্য মনোরঞ্জন ব্যাপারীর ভূমিকা নিয়ে তৃণমূলের অনেকের মধ্যেই তুলে দিয়েছিল প্রশ্ন। আর এবার দল সম্পর্কে প্রকাশ্যে বিস্ফোরক মন্তব্য করে তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন বলাগড়ের তৃণমূল বিধায়ক। যা নিয়ে ঘাসফুল শিবিরের অস্বস্তি আরও বাড়ল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্রের খবর, এদিন দলের ভেতর অনেক আগাছা তৈরি হয়েছে এবং বিজেপি থেকে অনেকে এসে বড় নেতা তৈরি হয়েছেন বলে বিস্ফোরক অভিযোগ করেন তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। পাশাপাশি এই ব্যাপারে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠি দিয়েছেন বলেও জানিয়ে দেন। এদিন এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠি দিয়ে তৃণমূল বিধায়ক লেখেন, “দলের মধ্যে আগাছা দলের ক্ষতি করছে। লোকগুলো যা করার করুক, দুর্নীতি মুক্ত দল চাইছি। তথাকথিত তৃণমূল এরা। দিদির প্রতি নিষ্ঠার অভাব, পরিচ্ছন্ন দল চাই। আপনার আদর্শের বিরুদ্ধে যারা কাজ করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এখানেই তৈরি হয়েছে নানা প্রশ্ন। শুধু এই প্রথম নয়, এর আগেও একাধিক ইস্যুতে বিতর্কিত মন্তব্য করেছেন এই তৃণমূল বিধায়ক। আর এবার প্রকাশ্যে দল সম্পর্কে মন্তব্য করে যেভাবে সুপ্রিমোকে চিঠি দিলেন তিনি, তাতে তৃণমূল নেতৃত্বের অস্বস্তি যে কিছুটা হলেও বৃদ্ধি পেল, তা বলার অপেক্ষা রাখে না। বিশেষজ্ঞরা বলছেন, অত্যন্ত সরল এবং সাদামাটা জীবন থেকেই উঠে এসেছেন এই মনোরঞ্জন ব্যাপারি। সাহিত্য জগতের মানুষ হলেও, তার জীবনের প্রথম দিকটা ছিল অত্যন্ত কঠিন। রিকশা চালিয়ে একসময় জীবিকা নির্বাহ করেছেন তিনি।

পরবর্তীতে 2021 সালের বিধানসভা নির্বাচনে তাকে বলা করে মমতা বন্দ্যোপাধ্যায় টিকিট দিলে তিনি জয়লাভ করেন। কিন্তু বিধায়ক হওয়ার পর থেকেই নানা বিষয়ে তার মন্তব্য তৃণমূলকে চাপের মুখে ফেলে দেয়। আর এবার প্রকাশ্যে দল সম্পর্কে মন্তব্য করে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন এই হেভিওয়েট বিধায়ক, তাতে গুঞ্জন বাড়তে শুরু করেছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!