এখন পড়ছেন
হোম > জাতীয় > গেরুয়া ঝড় আবার স্বমহিমায়! ওয়েইসির খাসতালুকেও সবাইকে খড়কুটোর মত উড়িয়ে দেওয়ার ইঙ্গিত

গেরুয়া ঝড় আবার স্বমহিমায়! ওয়েইসির খাসতালুকেও সবাইকে খড়কুটোর মত উড়িয়ে দেওয়ার ইঙ্গিত


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – হায়দ্রাবাদ পৌরসভা নির্বাচনে কী হবে তা নিয়ে প্রথম থেকেই জল্পনা জোরালো হয়ে উঠতে শুরু করেছিল। যেহেতু এখানে সংখ্যালঘু ভোটের একটা বড় অংশ নিয়ে চিন্তা তৈরি হয়েছিল, তাই শেষ পর্যন্ত কোন দিকে যাবে ফলাফল, তার দিকে নজর ছিল সকলেরই। অবশেষে হায়দ্রাবাদ পুরো নিগমের ফলাফলে প্রাথমিক ট্রেনড দেখে রীতিমতো উচ্ছ্বাস আনন্দে ফেটে পড়ল বিজেপি নেতা কর্মীরা।

জানা গেছে সকাল সাড়ে 11 টা পর্যন্ত 150 আসন বিশিষ্ট এই হায়দ্রাবাদ পুরো নিগমের 87 টি আসনে এগিয়ে ছিল ভারতীয় জনতা পার্টি। যেখানে তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি এগিয়েছিল 33 টি আসনে। অন্যদিকে এআইএমআইএম এগিয়ে ছিল 17 টি আসনে এবং কংগ্রেস এগিয়ে ছিল দুটি আসনে। স্বাভাবিকভাবেই বিজেপি এত আসনে এগিয়ে থাকায় রীতিমতো বিজেপি নেতা কর্মীদের মধ্যে উচ্ছ্বাস ফেটে পড়তে শুরু করে।

বলা বাহুল্য, এই নির্বাচনে বিজেপি আদৌ ভালো ফল করবে কিনা, তা নিয়ে দলের অন্দরে ব্যাপক সংশয় তৈরি হয়েছিল।কেননা এখানে একদিকে টিআরএস এবং অন্যদিকে এআইএমআইএমের দাপট চরম পর্যায়ে রয়েছে। তাই শেষ মুহূর্তে এই হায়দ্রাবাদ পৌরসভা নির্বাচনে যাতে ভালো ফল করা যায়, তার জন্য প্রচারে নামছে দেখা গিয়েছিল বিজেপির শীর্ষ নেতা নেত্রীদের।

বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা থেকে শুরু করে উত্তর প্রদেশের বিজেপির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পর্যন্ত ময়দানে নেমেছিলেন। যেনতেন প্রকারেন এই নির্বাচনে যাতে বিজেপি ভালো ফল করতে পারে, তার জন্য তারা শেষ চেষ্টা করতে শুরু করেছিলেন। অবশেষে ফলাফলে গেরুয়া শিবিরের নেতাকর্মীরা উজ্জীবিত হলেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশের মতে, একদিকে কৃষকদের বিরুদ্ধে বিজেপি সরকার আইন করেছে বলে দাবি করতে শুরু করেছে বিরোধী রাজনৈতিক দলগুলো। যার ফলে বিজেপি অনেকটাই ব্যাকফুটে। তাই এমত পরিস্থিতিতে বিরোধীরা যখন বিজেপির বিরুদ্ধে সরব হতে ব্যস্ত, ঠিক তখনই এই হায়দ্রাবাদ পুর নির্বাচনে ভালো ফল করে জনমত তাদের পক্ষে আছে বলে প্রমাণ করতে মরিয়া হয়ে উঠেছিল ভারতীয় জনতা পার্টি।

অবশেষে তাদের স্বপ্ন অনেকটাই সফলতা পেল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যার ফলস্বরুপ হায়দ্রাবাদ পৌরসভা নির্বাচনে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা কাছাকাছি পৌঁছে গেল বলেই বিশ্লেষকদের। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, কত আসন নিয়ে বিজেপির হায়দ্রাবাদ পৌরনিগম দখল করে এবং কতটা চাপে পড়ে বিরোধীরা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!