এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ‘ভালো কাজের’ জন্য ভবিষ্যতেও অসৎ উপায়ে টাকা নেবেন! বিস্ফোরক দাবি প্রভাশালী তৃণমূল নেতার

‘ভালো কাজের’ জন্য ভবিষ্যতেও অসৎ উপায়ে টাকা নেবেন! বিস্ফোরক দাবি প্রভাশালী তৃণমূল নেতার


আমফানের পরবর্তী সময় থেকে এক দুর্নীতির অভিযোগ উঠে আসছে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে। জানা গেছে আমফানে ক্ষতিগ্রস্তদের টাকা দেওয়ার তালিকা নাম পাওয়া গেল দাদপুর পঞ্চায়েতের এক তৃণমূল সদস্যের। নিজস্ব দোতলা বাড়ি অক্ষত থাকা অবস্থাতেও অন্য ক্ষতিগ্রস্ত বাড়ির ছবি দেখিয়ে টাকা তোলার অভিযোগ উঠল পঞ্চায়েত সদস্য রুপম ভগতের বিরুদ্ধে।

সূত্রের খবর রুপম ভগৎ ছাড়াও আরো কুড়ি জন এমন ভাবেই টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ। এই পরিস্থিতিতে গরিব মানুষদের দেওয়া টাকা তৃণমূলের নেতাকর্মীদের আত্মসাৎ করার বিরুদ্ধে স্থানীয় বিজেপি মহল অভিযোগের ঝড় তুলেছেন বলে জানা গেছে।

সূত্রের খবর স্থানীয় বিজেপি নেতা স্বপন পাল এদিন এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ”গোটা রাজ্যেই এভাবে সরকারি টাকা নয়ছয় হচ্ছে। দেখার কেউ নেই। উমফানে কারা ক্ষতিগ্রস্ত তাঁদের নামের তালিকা তৈরির ভার ব্লক থেকে দেওয়া হয় পঞ্চায়েতকে। তাতেই শুরু হয় লাগামছাড়া দুর্নীতি। সবাই নিজের লোককে সুবিধা পাইয়ে দিচ্ছে। অথচ আসল যাঁদের দরকার তাঁদের দেখার কেউ নেই।” প্রসঙ্গত এই অভিযোগ ওঠার পরেও জোর গলায় এই তৃণমূল সদস্য বলেছেন দুর্গাপুর রোডে দুর্ঘটনায় এক মেধাবী ছাত্রের গুরুতর আহত হওয়ার পর চিকিৎসার জন্য তিনি এইভাবে টাকা আদায় করেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এমনকি জানা গেছে তিনি এটাও জানিয়েছেন যে ভবিষ্যতে কোনো ভালো কাজ করার জন্য যদি অসৎ উপায়ে টাকা আদায় করতে হয় তাহলে তিনি আবার সেই কাজ করবেন। এদিকে বিষয়টি জানাজানি হতেই বিরোধীদের মধ্যে উত্তেজনার পারদ চড়তে থাকে। এরপর ওই তৃণমূল সদস্য রুপম ভগত চাপে পড়ে পোলবার বিডিওর কাছে আবেদন জানান ওই টাকা ফিরিয়ে দেওয়ার জন্য। সূত্রের খবর পোলবার বিডিও সন্তু দাস এ বিষয়ে মন্তব্য করেন,”এই বিষয়টা আমাদের নজরে এসেছে। আমরা পুরো বিষয়টাই দেখছি।”

বিষয়টি নিয়ে পঞ্চায়েত প্রধানের কাছে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরীর সময় তাড়াহুড়ো ছিল আর সেই সময় সবার অলক্ষ্যে এই ঘটনা ঘটিয়েছেন রুপম ভগত। এমনকি তিনি আরো বলেছেন ওই তৃণমূল সদস্য ছাড়াও যদি আরও কেউ এই একই কাজ করে থাকেন তা তদন্ত করে ফেরত নেওয়ার ব্যবস্থা অতিশীঘ্রই করা হবে। জানা গেছে জেলাশাসক ওয়াই রত্নাকর রাও অতি শীঘ্রই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।

সূত্রের খবর ঘটনা প্রকাশ্যে আসতে বিরোধীদের ক্ষোভ উগরে পরে স্থানীয় তৃণমূল শিবিরের বিরুদ্ধে। যদিও ওই প্রভাবশালী নেতা তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠা সত্বেও কোন রকম ভাবেই নিজের দোষ ঢাকার চেষ্টা করেননি। জানা গেছে উপরন্তু তিনি ভালো কাজ করার উদ্দেশ্যে ভবিষ্যতে আবার‌ও অসৎ পথে হাঁটতে হলে এই পন্থা বেছে নেবেন বলে জানিয়েছেন। রুপম ভগতের এমন মন্তব্য এলাকার তৃণমূল শিবিরের ঘুম ওড়াতে শুরু করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকগণ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!