এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়ে এবার শাহ, মুকুল, দিলীপের বিশেষ বৈঠক, বাড়ছে জল্পনার পারদ!

বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়ে এবার শাহ, মুকুল, দিলীপের বিশেষ বৈঠক, বাড়ছে জল্পনার পারদ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2021 এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই জোর প্রস্তুতি নিতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। সম্প্রতি বাংলার একাধিক বিজেপি নেতাদের সর্বভারতীয় স্তরে জায়গা দিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। যেখানে মুকুল রায়ের মত তৃণমূলের এককালে সেকেন্ড-ইন-কমান্ডকে বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতির দায়িত্ব দিয়েছে। স্বাভাবিকভাবেই বিধানসভা নির্বাচনের আগে বাংলায় যারা বিজেপির হয়ে পরিশ্রম করে দলকে সাফল্য এনে দিতে পারেন, তাদেরকে কেন্দ্রীয় স্তরে জায়গা দিয়ে বিজেপি নেতৃত্ব বাংলাকে আরও বেশি গুরুত্ব দিতে চাইছে বলেই মত রাজনৈতিক মহলের।

আর এই পরিস্থিতিতে সামনে যখন 2021 এগিয়ে আসছে, ঠিক তখনই এবার সদ্য দায়িত্বপ্রাপ্ত বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ রাজ্যের বেশ কয়েকজন বিজেপি নেতার সঙ্গে বৈঠকে বসতে চলেছেন সর্বভারতীয় বিজেপির চানক্য তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর বাংলার বিজেপি নেতাদের নিয়ে অমিত শাহের এই বৈঠক ঘিরে এবার রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা।

সূত্রের খবর, বৃহস্পতিবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে এই বৈঠক হতে চলেছে। যেখানে কেন্দ্রের পক্ষ থেকে অমিত শাহ ছাড়াও এই বৈঠকে উপস্থিত থাকার কথা কৈলাস বিজয়বর্গীয়, অরবিন্দ মেনন, শিবপ্রকাশ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার। একাংশ বলছেন, নানা সময় বিজেপির পক্ষ থেকে বাংলাকে গুরুত্ব দেওয়ার ব্যাপারে নানা ইঙ্গিত দেওয়া হয়েছে। আর এবার সরাসরি অমিত শাহ নিজেই যে বাংলা নিয়ে তার রণকৌশল ছাড়াতে চাইছেন, তা বৃহস্পতিবারের বৈঠকের খবর সামনে আসতেই কার্যত স্পষ্ট হয়ে গেল বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত উল্লেখ্য, অক্টোবর থেকেই বিহার বিধানসভা নির্বাচনের দামামা পুরোদস্তুর দামামা বেজে যাবে। স্বাভাবিক ভাবেই তখন থেকেই নির্বাচনের মরশুম চলে আসবে গোটা দেশজুড়ে। আর সেই বিহার নির্বাচনে ঝাঁপানোর পরে বিজেপির টার্গেট পশ্চিমবঙ্গ। তাই পরবর্তীতে যাতে চাপ না বাড়ে, তার জন্যই এখন থেকে বৈঠক করে বাংলার অবস্থা বুঝে নিতে চাইছেন বিজেপির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এক্ষেত্রে মুকুল রায়, দিলীপ ঘোষের মত নেতাদের সঙ্গে বৈঠক করে আগামী দিনে কি ব্লু প্রিন্ট তৈরি করে তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে দেওয়া যায়, তা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হবে বলে খবর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে এক বিজেপি নেতা বলেন, “আগামী একমাস মূলত বিহার নিয়ে সকলে ব্যস্ত থাকবেন। এই পরিস্থিতিতে আগামী এক মাস রাজ্যে দিলীপ, মুকুলরা কিভাবে এগোবেন, তা ঠিক করতে বৈঠকে বসছেন অমিত শাহ।” অর্থাৎ আগামী এক মাস যখন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বিহার দখলে ব্যস্ত এবং রণকৌশল সাজাতে মরিয়া হয়ে উঠবেন, তখন তারা বাংলার দিকে ঠিকমত নজর দিতে পারবেন না। তাই তখন যাতে বাংলা নিয়ে কোনো কাজ বন্ধ না থাকে এবং রাজ্যের নেতারা যাতে আগামী দিনের জন্য আরও বেশি করে প্রস্তুতি নেন, তার জন্যই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে এই বৈঠক ডাকা হল বলে মত বিশেষজ্ঞদের।

পর্যবেক্ষকদের অনেকে বলছেন, বর্তমানে বিজেপি বাংলা দখলের জন্য উদ্যোগী হলেও নীচুতলার নেতাকর্মীদের মধ্যে ব্যাপক গোষ্ঠী সংঘর্ষ তৈরি হতে দেখা যাচ্ছে। পুরনো বনাম নতুনের মধ্যেকার দ্বন্দ্ব অস্বস্তিতে ফেলেছে ভারতীয় জনতা পার্টিকে। শুধু তাই নয়, দিলীপ ঘোষের সাথে মুকুল রায়ের দ্বন্দ্ব এতদিন খবরের শিরোনামে আসতে শুরু করেছিল। তবে সম্প্রতি সেই মুকুল রায় বিজেপির কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব দেওয়ার পর তার গুরুত্ব অনেকটাই বৃদ্ধি করা হয়েছে।

স্বাভাবিকভাবেই বাংলার বিধানসভা নির্বাচনের আগে মুকুল রায়ের গুরুত্ব বৃদ্ধি যে তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে দেওয়ার ইঙ্গিত, তা বলার অপেক্ষা রাখে না। আর এই পরিস্থিতিতে আগামী দিনে রণকৌশল সাজাতে সেই দিলীপ ঘোষ এবং মুকুল রায়ের ওপর ভরসা রেখে এখন থেকে কিভাবে পথ চলতে হবে, তার বার্তা দিয়ে দিতে পারেন অমিত শাহ এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সব মিলিয়ে আগামী বৃহস্পতিবার বাংলার নেতাদের নিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের এই বৈঠকে কি উঠে আসে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!